ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

চট্টগ্রামে আয়করমেলা সমাপ্ত॥ জমা পড়েছে ৪০ কোটি টাকা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১০
চট্টগ্রামে আয়করমেলা সমাপ্ত॥ জমা পড়েছে ৪০ কোটি টাকা

চট্টগ্রাম: করদাতাদের ব্যাপক উপস্থিতির মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে বৃহস্পতিবার চট্টগ্রামে শেষ হয়েছে পাঁচ দিনব্যাপী আয়করমেলা।

চট্টগাম আয়কর বিভাগের উদ্যোগে নগরীর এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেশিয়াম ভবনে প্রথমবারের মতে আয়োজিত এ মেলার শেষ দিনে করদাতাদের ঢল নামে।

সকাল  থেকেই কর দিতে মেলা প্রাঙ্গণে স্থাপিত বিভিন্ন  সার্কেলের বুথে ভিড় করেন করদাতারা।
 
মেলার শেষ দিনে রেকর্ড নয় হাজার একশ’ ৭২ জন করদাতা রিটার্র্ন দাখিল করে আট কোটি সাড়ে ২৬ লাখ টাকা আয়কর জমা দিয়েছেন। এর মধ্যে নতুন করদাতা ছিলেন ৭শ’ ৪২ জন।

পাঁচ দিনের মেলায় মাট ৪০ কোটি ১২ লাখ টাকা  আয়কর জমা পড়েছে। রির্টান দাখিল করেছেন মোট ২৩ হাজার ৫শ’ দুই জন করদাতা। এর মধ্যে নতুন করদাতা রয়েছেন মোট দুই হাজার একশ’ সাত জন।
 
মেলা আয়োজক কমিটির আহবায়ক কর কমিশনার রমেন্দ্র চন্দ্র বসাক বাংলানিউজকে বলেন, ‘কত ট্যাক্স জম পড়েছে সেটা মূল বিষয় নয়। মূলত করদাতাদের মধ্যে সচেতনত সৃষ্টি এবং  করদানে উদ্বুদ্ধ করতেই এই মেলা। সেদিক থেকে আমরা শতভাগ সফল হয়েছি। এ মেলায় মানুষের কাছ থেকে  ব্যাপক সাড়া পাওয়া গেছে। ’
 
এদিকে হয়রনি ছাড়া সহজে এবং অল্প সময়ে আয়কর জমা দিতে পেরে খুশি করদাতারা। মাসব্যাপী এ ই মেলা আয়োজন করা হলে আরো বেশি সাড়া পড়তো বলে তারা মনে করছেন।
 
উল্লেখ্য, করদাতাদের সুবিদার্ধে মেলায়  তথ্যকেন্দ্র , হেল্পডেস্ক. পরামর্শকেন্দ্রসহ  আয়কর সংক্রান্ত সব সেবা দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২০১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।