ঢাকা, মঙ্গলবার, ৩০ আশ্বিন ১৪৩১, ১৫ অক্টোবর ২০২৪, ১১ রবিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

পূ্ঁজিবাজারে আস্থা ফেরাতে চাই: বিএসইসি চেয়ারম্যান 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৭ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২৪
পূ্ঁজিবাজারে আস্থা ফেরাতে চাই: বিএসইসি চেয়ারম্যান 

ঢাকা: পূ্ঁজিবাজারকে আস্থার জায়গায় নিয়ে যেতে চাই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন-বিএসইসি'র চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।

রোববার (১৮ আগস্ট) সকালে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম (সিএমজেএফ) এর  সঙ্গে সৌজন্য বৈঠকে বিএসইসির নতুন চেয়ারম্যানের খন্দকার রাশেদ মাকসুদ এসব বলেন।

তিনি বলেন, বাজারে পুরোপুরি স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার জন্য আগামী চার বছর কাজ করতে চাই। এজন্য ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম-সিএমজিএফ এর সহযোগিতাও চান বিএসইসি চেয়ারম্যান।

সিএমজেএফ সভাপতি গোলাম সামদানী ও সাধারণ সম্পাদক আবু আলী কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।  

বৈঠকে বিএসইসির চেয়ারম্যান ছাড়াও কমিশনার মোহসীন চৌধুরী এবং ড. এটিএম তারিকুজ্জামান উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪৪৭ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২৪
এসএমএকে/জেএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।