ঢাকা: ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন এবং গাজীপুর ও নারায়নগঞ্জ সিটি কর্পোরেশন এলাকার সব সরকারি কর্মচারী ও প্রযুক্তি নির্ভর বেশ কিছু বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীদের আয়কর রিটার্ন অনলাইনে দাখিল করা বাধ্যতামূলক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
মঙ্গলবার (২২ অক্টোবর) এনবিআর চেয়ারম্যান মো. আব্দুল রহমান খান স্বাক্ষরিত এ সম্পর্কিত এক নির্দেশনা জারি করা হয়েছে।
নির্দেশনায় বলা হয়, ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, গাজীপুর ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে অবস্থিত আয়কর সার্কেলগুলোর অধিক্ষেত্রভুক্ত সব সরকারি কর্মচারী, সকল তফসিলি ব্যাংকের কর্মকর্তা/কর্মচারী, সব মোবাইল টেলিকম সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর কর্মরত কর্মকর্তা/কর্মচারী, ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড, ম্যারিকো বাংলাদেশ লিমিটেড, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড, বাটা স্যু কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড এবং নেসলে বাংলাদেশ-এ কর্মরত কর্মকর্তা/কর্মচারীদের ইলেক্ট্রনিক মাধ্যমে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করতে হবে।
অনলাইনে আয়কর রিটার্ন দেওয়া উৎসায়িত করতে এ ধরনের নির্দেশনা জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড।
বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২৪
জেডএ/এমজেএফ