ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

চট্টগ্রামে এমজেএল বাংলাদেশের নতুন ৩টি প্লান্ট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৩ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১০

ঢাকা: বন্দরনগরী চট্টগ্রামে গ্রিজ, ভিসকোসিটি ইনডেক্স ইমপ্রুভার এবং ট্রান্সফর্মার অয়েল প্ল্যান্ট স্থাপন করেছে এমজেএল বাংলাদেশ লিমিটেড। এসব প্ল্যান্ট উদ্বোধন করা হবে ১১ নভেম্বর।



নতুন এ তিনটি প্লান্ট উৎপাদনে গেলে এসব পণ্যের চাহিদা দেশিয়ভাবে অনেকাংশেই মেটানো সম্ভব বলে মনে করছে কোম্পানিটি। এছাড়া প্রচুর বৈদেশিক মুদ্রাও সাশ্রয় হবে।

রোববার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে কোম্পানির পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়।

কোম্পানির সিইও সানাউল হক, চিফ ইঞ্জিনিয়ার মুকুল হোসেন এবং সিএফও টিপু সুলতান এ সময় উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এমজেএল বাংলাদেশ লিমিটেড বিশ্ববিখ্যাত লুব্রিক্যান্টস ব্র্যান্ড মবিল এর পণ্য উৎপাদন ও বাজারজাত করে থাকে। ২০০৩ সালে চট্টগ্রামে বাংলাদেশের সর্ববৃহৎ লুব অয়েল ব্লেন্ডিং প্ল্যান্ট (এলওবিপি) স্থাপন করে প্রতিষ্ঠানটি।

বর্তমানে স্থাপিত প্ল্যান্ট তিনটি লুব অয়েল ব্লেন্ডিং প্ল্যান্টের নতুন সংযোজন।

বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।