ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

সাভারে যাত্রা শুরু করলো গ্রামীণফোন সেন্টার

জাহিদুর রহমান, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩১ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১০
সাভারে যাত্রা শুরু করলো গ্রামীণফোন সেন্টার

ঢাকা: গ্রাহক সেবাকে আরো বিস্তৃত করতে এবার সাভারে যাত্রা শুরু করলো গ্রামীণফোন সেন্টার।

রোববার বিকেলে সাভার সিটি সেন্টারে পর্দা উন্মোচনের মাধ্যমে গ্রামীণফোন সেন্টারের কার্যক্রম উদ্বোধন করেন গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার আরিল্ড কোল।



এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গ্রামীণফোনের হেড অব জিপিসি ইফতেখার জামান, হেড অব রিজিওনাল সেলস সাজ্জাদ আলম, হেড অব জিপিসি অপারেশন প্ল্যানিং আনোয়ার হোসেন ও সাভার গ্রামীণফোন সেন্টারের ফ্রানচাইজী কামাল হোসেন।

গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার আরিল্ড কোল বলেন, ‘বন্ধুত্বপূর্ণ পরিবেশে সেলস ও সার্ভিসকে একত্র করে গ্রাহক সস্তুষ্টি বাড়ানোই গ্রামীণফোনের উদ্দেশ্য। ’

উন্নত সুবিধা সম্বলিত সাভারে গ্রামীণফোন সেন্টার থেকে গ্রাহকরা বিনামূল্যে পাবেন ইন্টারনেট ব্রাউজিং সেবাও।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।