ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ঢাকা ব্যাংকের শেয়ারের অভিহিত মূল্য পরিবর্তন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩১ ঘণ্টা, জুলাই ৪, ২০১০
ঢাকা ব্যাংকের শেয়ারের অভিহিত মূল্য পরিবর্তন

ঢাকা: পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি ঢাকা ব্যাংকের শেয়ারের অভিহিত মূল্য ও মার্কেট লট পরিবর্তন করা হয়েছে। এছাড়া ব্যাংকের অনুমোদিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


 
রোববার রাজধানীর আর্মি গল্ফ কাবে অনুষ্ঠিত ব্যাংকের চতুর্থ অতিরিক্ত সাধারণ সভায় এ সিদ্ধান্ত অনুমোদন করা হয়।
 
অনুমোদিত সিদ্ধান্ত অনুযায়ী, কোম্পানির শেয়ারের অভিহিত মূল্য ১০০ টাকা থেকে কমিয়ে ১০ টাকা এবং প্রতি লটে শেয়ারের সংখ্যা ৫০টি থেকে ১০০টিতে করা হয়। এছাড়া অনুমোদিত মূলধন ৬০০ কোটি টাকা থেকে ১০০০ কোটি টাকায় উন্নীত করা সিদ্ধান্ত হয়।

চতুর্থ অতিরিক্ত সাধারণ সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান রেশাদুর রহমান শাহীন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান এ টি এম হায়াতুজ্জামান খান, পরিচালক আফরোজা আব্বাস, রাখী দাশ গুপ্তা, মোহাম্মদ আমির উল্লাহ, তাহিদুল হোসেন চৌধুরী, জসিম উদ্দিন, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক খোন্দকার ফজলে রশীদ প্রমুখ।
 

বাংলাদেশ স্থানীয় সময় : ১৯০০ ঘণ্টা, , ০৪ জুলাই, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।