ঢাকা: পুঁজিবাজারে লেনদেনকৃত কোম্পানি ইসলামী ইন্স্যুরেন্সকে ‘এন’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে।
সোমবার থেকে কোম্পানিটি ‘জেড’ ক্যাটাগরিতে লেনদেন হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্র জানায়, কোম্পানির পক্ষ থেকে গত বছর (২০০৯) শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ না দেওয়ায় ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়।
ক্যাটাগরি পরিবর্তনের এক মাসের মধ্যে কোম্পানির শেয়ার লেনদেনে কোনো মার্জিন লোন প্রদান না করার জন্য মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউজগুলোকে অনুরোধ জানিয়েছে ডিএসই।
বাংলাদেশ স্থানীয় সময়: ১৯২০ ঘণ্টা, জুলাই ০৪, ২০১০