ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

দু’দেশের সিএন্ডএফ কর্মচারীদের মধ্যে হাতাহাতি ॥ ১ ঘন্টা বন্ধ বেনাপোল-পেট্রাপোল

জামাল হোসেন, বেনাপোল প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১১ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১০
দু’দেশের সিএন্ডএফ কর্মচারীদের মধ্যে হাতাহাতি ॥ ১ ঘন্টা বন্ধ বেনাপোল-পেট্রাপোল

বেনাপোলঃ বেনাপোল ও পেট্রাপোল চেকপোস্টে দু’দেশের সিএন্ডএফ কর্মচারীদের মধ্যে হাতাহাতির ঘটনাকে কেন্দ্র করে সোমবার এক ঘন্টা বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ ছিল। পরে উভয় পক্ষের মধ্যে আলোচনার পর বেলা ৩টা থেকে আবার বন্দরের কার্যক্রম শুরু হয়।


 
বেনাপোল সিএন্ডএফ কর্মচারী ইউনিয়নের সভাপতি হবিবর রহমান জানান, বেনাপোলের সিএন্ডএফ এজেন্টস ফ্রেন্ডস এন্টারপ্রাইজের কর্মচারী লুৎফর রহমান আমদানি পণ্যের গেটপাশ আনতে ভারতের পেট্রাপোল বন্দরে গেলে ভারতীয় সিএন্ডএফ কর্মচারী রাজিব ও বিষ্ণু তাকে লাঞ্ছিত করেন। পরে ভারতীয় রাজিব বেনাপোল চেকপোস্টে এলে সেখানকার সিএন্ডএফ কর্মচারীরাও তাকে লাঞ্ছিত করে। এসময় উভয়ের মধ্যে হাতাহাতি হয়।

রাজিব এ খবর পেট্রাপোল চেকপোস্টে ফিরে গিয়ে কর্মচারী সমিতিকে জানালে বন্ধ হয়ে যায় আমদানি-রপ্তানি। পরে উভয় দেশের সিএন্ডএফ এজেন্ট নেতারা আলোচনায় বসেন।      
 
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বেনাপোল চেকপোষ্ট কাস্টমস কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা রবীন্দ্রনাথ পাল।

বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।