ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

লক্ষ্যমাত্রা ছাড়িয়ে অর্থবছরের প্রথম চার মাসেই রপ্তানি আয় ৬৭২ কোটি ডলার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩২ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১০

ঢাকা: চলতি অর্থবছরের (২০১০-১১) প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) রপ্তানি আয় হয়েছে ৬৭২ কোটি ডলার। যা লক্ষ্যমাত্রার চেয়ে ১৬ দশমিক ৩০ শতাংশ এবং গত অর্থবছরের (২০০৯-১০) একই সময়ের তুলনায় ৩৭ দশমিক ৩৫ শতাংশ বেশি।



গত অর্থবছরের এই সময়ে রপ্তানি আয় হয়েছিল ৪৮৯ কোটি ৩৫ লাখ ডলার।

বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, অর্থবছরের এই সময়ের মধ্যে প্রধান প্রধান পণ্যের ক্ষেত্রে রপ্তানি আয় লক্ষ্যমাত্রাকে ছাড়িয়ে গেছে। এর মধ্যে রপ্তানির সবচেয়ে বড় খাত নিটওয়্যার খাতে ২৮৮ কোটি ৮০ লাখ ডলার ও ওভেন গার্মেন্টস খাতে ২৩৪ কোটি ৯৫ লাখ ডলার আয় হয়েছে। যা এর আগের অর্থবছরের একই সময়ের তুলনায় যথাক্রমে ৩৭ দশমিক ৯৭ শতাংশ ও ৩৯ দশমিক ৪৫ শতাংশ বেশি।

এছাড়া অন্যান্য উল্লেখযোগ্য খাতের মধ্যে পাট ও পাটজাত দ্রব্য খাতে ৩২ কোটি ৯০ লাখ ডলার (প্রবৃদ্ধির হার ৩৯ দশমিক ০৬ শতাংশ), হিমায়িত মৎস্য খাতে রপ্তানি আয় হয়েছে ২০ দশমিক ৮৪ কোটি ২৬ লাখ ডলার (প্রবৃদ্ধি হার ৩৭ দশমিক ৫২ শতাংশ), হোম টেক্সটাইল খাতে ১৭ কোটি ৬৩ লাখ ডলার (প্রবৃদ্ধির হার  ৬৭ দশমিক ০৬ শতাংশ), চামড়া খাতে ৮ কোটি ৬৮ লাখ ডলার (প্রবৃদ্ধির হার ৪২ দশমিক ৪০ শতাংশ), চামড়া জাত দ্রব্য খাতে ১ কোটি ৭৪ লাখ ডলার (প্রবৃদ্ধির হার ১৯১ শতাংশ), ফুট ওয়্যার খাতে ৯ কোটি ৮২ লাখ ডলার (প্রবৃদ্ধির হার ৫১ দশমিক ৩৩ শতাংশ), সিরামিক পণ্য খাতে ১ কোটি ৩১ লাখ ডলার (প্রবৃদ্ধির হার  ১৯ দশমিক ৯৬ শতাংশ) এবং প্লাস্টিক পণ্য খাতে ১ কোটি ৮৯ লাখ ডলার (প্রবৃদ্ধির হার ২৮ দশমিক ৯৭ শতাংশ) রপ্তানি আয় হয়েছে।  

সবচেয়ে বেশি প্রবৃদ্ধি হয়েছে নিটওয়্যার রপ্তানি খাতে।

অন্যদিকে চাসহ কয়েকটি খাতে রপ্তানি আগের চেয়ে কমেছে। এসবের মধ্যে চা রপ্তানি খাতে ৬৬ দশমিক ৪৭ শতাংশ, বাইসাইকেল খাতে ৩ দশমিক ৫৪ শতাংশ, ভেসেলস খাতে ৫৫ দশমিক ৩৬ শতাংশ ও ফার্নিচার খাতে ১৮ দশমিক ৭৭ শতাংশ রপ্তানি কমেছে।

বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।