ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ঢাকা ব্যাংকের শেয়ারের অভিহিত মূল্য পরিবর্তন

ন্যাশনাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০৬ ঘণ্টা, জুলাই ৫, ২০১০
ঢাকা ব্যাংকের শেয়ারের অভিহিত মূল্য পরিবর্তন

ঢাকা: ঢাকা ব্যাংকের শেয়ারের অভিহিত মূল্য ১০০ টাকা থেকে কমিয়ে ১০টাকা করা হয়েছে। এছাড়া কমানো হয়েছে প্রতি লটে শেয়ারের সংখ্যাও।



সোমবার ঢাকার আর্মি গলফ কাবে অনুষ্ঠিত কোম্পানির চতুর্থ অতিরিক্ত সাধারণ সভায় এ নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান রেশাদুর রহমান শাহীন।

ব্যাংকটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

এতে বলা হয়, শেয়ারের অভিহিত মূল্য কমানোর পাশাপাশি প্রতি লটে শেয়ারের সংখ্যাও ১০০ থেকে কমিয়ে ৫০টি করা হয়েছে। এছাড়া অনুমোদিত মূলধন ৬০০ কোটি টাকা থেকে ১০০০ কোটি টাকায় উন্নীত করা হয়েছে।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান এ টি এম হায়াতুজ্জামান খান, পরিচালক আফরোজা আব্বাস, রাখী দাশ গুপ্তা, আমির উল্লাহ, তাহিদুল হোসেন চৌধুরী, জসিম উদ্দিন ও ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক খোন্দকার ফজলে রশীদ।

বাংলাদেশ সময়: ১৫৪০ঘণ্টা, জুলাই ০৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।