ঢাকা: মালেক স্পিনিং মিলস লিমিটেডের আইপিও’র (ইনিশিয়াল পাবলিক অফার) লটারির ড্র মঙ্গলবার অনুষ্ঠিত হবে।
এরই মধ্যে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) বিষয়টি অনুমোদন দিয়েছে।
আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কর্মকর্তা নিয়ামুল হোসেন বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ৬ জুলাই মঙ্গলবার বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রে এই ড্র অনুষ্ঠিত হবে।
মালেক স্পিনিং মিলস লিমিটেড পুঁজিবাজারে ৪ কোটি শেয়ার ছেড়ে ১০০ কোটি টাকা সংগ্রহ করছে। প্রতিটি শেয়ারের অভিহিত মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা। প্রতিটি শেয়ারের বিপরীতে ১৫ টাকা প্রিমিয়াম নেওয়া হয়েছে। কোম্পানিটির এক মার্কেট লট নির্ধারণ করা হয়েছে ৫০০টি শেয়ারে।
স্থানীয় সময়: ১৬০০ ঘণ্টা, ০৫ জুলাই, ২০১০