ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

রাইট শেয়ার ছাড়বে বিডি ওয়েল্ডিং

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫২ ঘণ্টা, জুলাই ৫, ২০১০

ঢাকা : পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি বিডি ওয়েল্ডিং রাইট শেয়ার ছাড়ার ও অনুমোদিত মূলধন বাড়ানোর ঘোষণা দিয়েছে। আজ সোমবার কোম্পানির পক্ষ থেকে ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানিয়ে বলা হয়, কোম্পানির পরিচালনা পর্ষদ এ সিদ্ধান্ত নিয়েছে।



আগামী ৫ আগস্ট অনুষ্ঠিতব্য কোম্পানির ইজিএম-এ এ সিদ্ধান্ত অনুমোদন হবে। এরপর চূড়ান্ত অনুমোদনের জন্য সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনে (এসইসি) আবেদন জানানো হবে।  

পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী, ১টি সাধারণ শেয়ারের বিপরীতে ২টি রাইট শেয়ার প্রদান করা হবে। এর অভিহিত মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা। এছাড়া কোম্পানির অনুমোদিত মূলধন ১৫ কোটি টাকা থেকে বাড়িয়ে ৫০ কোটি টাকায় উন্নীত করা হবে। ইজিএম সামনে রেখে আগামী ১৪ জুলাই কোম্পানির শেয়ারের রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ।
এদিকে কর্পোরেট ঘোষণা অনুযায়ী, আজ সোমবার এ কোম্পানির শেয়ার লেনদেনে কোনো মূল্য সীমা ছিল না।  

বাংলাদেশ সময়  ১৭১৫ ঘন্টা, ৫ জুলাই ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।