ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আসছে বিমানের ২০৮ কোটি টাকার শেয়ার

গাজী জহিরুল ইসলাম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৭ ঘণ্টা, জুলাই ৫, ২০১০
আসছে বিমানের ২০৮ কোটি টাকার শেয়ার

ঢাকা: বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ২০৮ কোটি টাকার শেয়ার বাজারে ছাড়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।

শতভাগ সরকারি মালিকানাধীন এই সংস্থাটির শেয়ার ছাড়ার জন্য এরই মধ্যে সব ধরনের প্রস্ততি সম্পন্ন হয়েছে।

এখন তা বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখায় অনুমোদনের অপেক্ষায় আছে।

এ ব্যাপারে বিমানের ব্যবস্থাপনা পরিচালক জাকিউল ইসলাম বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে বলেন, ‘সরকারের সিদ্ধান্ত অনুযায়ী বিমানের ২০৮ কোটি টাকার শেয়ার বাজারে ছাড়ার প্রস্তাব অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। ’

তিনি আরও বলেন, ‘তবে মন্ত্রণালয় অনুমোদন করার উপরই নির্ভর করছে কতো টাকার শেয়ার বাজারে আসবে। ’

এর আগে গত ২৫ মার্চ বিমান ও পর্যটনমন্ত্রী জি এম কাদের ডিসেম্বর নাগাদ বাজারে বিমানের শেয়ার ছাড়া হবে বলে ঘোষণা দিয়েছিলেন।

এরই মধ্যে রাষ্ট্রায়ত্ত পাঁচটি প্রতিষ্ঠানের শেয়ার বাজারে ছাড়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২০০৬ ঘণ্টা, জুলাই ০৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।