ঢাকা: বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ২০৮ কোটি টাকার শেয়ার বাজারে ছাড়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।
শতভাগ সরকারি মালিকানাধীন এই সংস্থাটির শেয়ার ছাড়ার জন্য এরই মধ্যে সব ধরনের প্রস্ততি সম্পন্ন হয়েছে।
এ ব্যাপারে বিমানের ব্যবস্থাপনা পরিচালক জাকিউল ইসলাম বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে বলেন, ‘সরকারের সিদ্ধান্ত অনুযায়ী বিমানের ২০৮ কোটি টাকার শেয়ার বাজারে ছাড়ার প্রস্তাব অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। ’
তিনি আরও বলেন, ‘তবে মন্ত্রণালয় অনুমোদন করার উপরই নির্ভর করছে কতো টাকার শেয়ার বাজারে আসবে। ’
এর আগে গত ২৫ মার্চ বিমান ও পর্যটনমন্ত্রী জি এম কাদের ডিসেম্বর নাগাদ বাজারে বিমানের শেয়ার ছাড়া হবে বলে ঘোষণা দিয়েছিলেন।
এরই মধ্যে রাষ্ট্রায়ত্ত পাঁচটি প্রতিষ্ঠানের শেয়ার বাজারে ছাড়া হয়েছে।
বাংলাদেশ সময়: ২০০৬ ঘণ্টা, জুলাই ০৫, ২০১০