ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

হরতালে শেয়ারবাজারে ব্যাংক বীমা ও আর্থিক প্রতিষ্ঠানের দরপতন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২০ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১০
হরতালে শেয়ারবাজারে ব্যাংক বীমা ও আর্থিক প্রতিষ্ঠানের দরপতন

ঢাকাঃ হরতালে ঢাকার পুঁজিবাজারে ব্যাংক, বীমা ও আর্থিক খাতের শেয়ারে বড় দরপতন হয়েছে। এদিন বিনিয়োগকারীদের উপস্থিতি কম থাকায় বেশির ভাগ কোম্পানির শেযারের দাম কমার পাশাপাশি লেনদেনও কমেছে উল্লেখযোগ্য হারে।



দিনশেষে লেনদেনের পরিমাণ দাড়ায় ১ হাজার ৯২২ কোটি ৫৮ লাখ টাকা। এটি আগের দিনের চেয়ে প্রায় ৩৫৪ কোটি ৫৫ লাখ টাকা কম।

তবে মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গ্রামীণফোনের শেয়ারের দাম বাড়ার কারণে মৌলভিত্তি সম্পন্ন বেশির ভাগ কোম্পানির শেয়ারের দরপতন সত্ত্বেও সাধারণ সূচক কিছুটা বেড়েছে। এদিন গ্রামীণফোনের প্রতিটি শেয়ারের দাম আগের দিনের চেয়ে ১০ টাকা ৭০ পয়সা বেড়ে ২৩৬ টাকায় সর্বশেষ লেনদেন হয়। বেশির ভাগ কোম্পানির দাম কমার পরেও সূচক বাড়ার পেছনে গ্রামীণফোন প্রধান ভূমিকা পালন করে।

কারণ গ্রামীণফোন বাজারে সবচেয়ে বড় তালিকাভুক্ত কোম্পানি হওয়ায় এই কোম্পানির প্রতিটি শেয়ারের দাম ১ টাকা বাড়লে সাধারণ সূচক বাড়ে সাড়ে ৩ পয়েন্ট। সেক্ষেত্রে এদিন শুধু গ্রামীণফোনের শেয়ারের দাম বাড়ার কারণে সূচক বেড়েছে প্রায় ৩৮ পয়েন্ট।  

দিনশেষে ডিএসইতে লেনদেন হওয়া ২৩০টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০৯টির এবং কমেছে ১১৭টি ও অপরিবর্তিত রয়েছে ৪টি কোম্পানির শেয়ার।
সাধারণ মূল্যসূচক আগের দিনের চেয়ে ৩ দশমিক ০৩ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৬০২ দশমিক ৪৪ পয়েন্টে দাঁড়িয়েছে।

এদিন ব্যাংক বীমা ও আর্থিক প্রতিষ্ঠানের দাম কমা প্রসঙ্গে বাজার বিশ্লেষক অধ্যাপক সালাউদ্দিন আহমেদ খান বাংলানিউজকে বলেন, টানা উর্ধমুখি থাকার পর গত কয়েকদিন ধরে এই খাতগুলোতে কিছুটা প্রাইস কারেকশন হচ্ছে। এটি স্বাভাবিক বিষয়।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো - ইউসিবিএল, শাহজালাল ইসলামী ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, প্রাইম ফাইন্যান্স, এনসিসি ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, এবি ব্যাংক, পিপলস্ লিজিং ফাইন্যান্স অ্যান্ড সার্ভিসেস লিঃ, পূবালী ব্যাংক ও বিচ্ হ্যাচারি।
 
অন্যদিকে দর বাড়ায় আজকের প্রধান ১০টি কো¤পানি হলো- সিনোবাংলা, বিচ্ হ্যাচারি, মেঘনা কনডেন্সড মিল্ক, কাশেম ড্রাই সেল, ইমাম বাটন, হাক্কানী পাল্প, কেয়া ডিটারজেন্ট, ঢাকা ইন্সুরেন্স, ফু-ওয়াং সিরামিকস্ ও রহিমা ফুডস।

বাংলাদেশ সময়ঃ ১৭১০ঘণ্টা, নভেম্বর ৩০’ ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad