ঢাকা: কাগুজে থেকে ইলেকট্রনিক শেয়ারে রূপান্তরিত (ডিমেট) হতে যাচ্ছে পুঁজিবাজারের তালিকাভুক্ত সাত কোম্পানি।
কোম্পানিগুলো হলো- কোহিনূর কেমিক্যাল, লিগ্যাসী ফুটওয়্যার, মিরাকল ইন্ডাস্ট্রিজ, সিএমসি কামাল, সোনালী আঁশ, দেশ গার্মেন্টস ও মেঘনা পেট্রোলিয়াম।
কোম্পানিগুলোর পক্ষ থেকে মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) বিষয়টি জানানো হয়েছে।
আগামী ২৬ জুলাই থেকে কোম্পানিগুলো সম্পূর্ণ ইলেকট্রনিক পদ্ধতিতে শেয়ারে লেনদেন করবে। এর আগে ২০ জুলাই শুধু স্পট মার্কেটে শেয়ার লেনদেন হবে। ডিমেট প্রক্রিয়া সম্পন্ন করার জন্য ২১, ২২ ও ২৫ জুলাই সাত কোম্পানির শেয়ার লেনদেনও বন্ধ থাকবে।
বাংলাদেশ স্থানীয় সময় : ১৭৪২ ঘণ্টা, জুলাই ০৬, ২০১০