ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সোমবার শুরু হচ্ছে ইউনাইটেড এয়ারওয়েজের লেনদেন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৫ ঘণ্টা, জুলাই ৮, ২০১০

ঢাকা: দেশের দুই স্টক এক্সচেঞ্জে সোমবার থেকে শুরু হচ্ছে ইউনাইটেড এয়ারওয়েজ লিমিটেডের শেয়ারের লেনদেন। আজ বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।



সভায় উপস্থিত নাম প্রকাশে অনিচ্ছুক একজন ডিএসই সদস্য বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে বিষয়টি নিশ্চিত করেছেন।
 
বিমান খাতের প্রথম প্রতিষ্ঠান হিসেবে ইউনাইটেড এয়ারওয়েজ পুঁজিবাজারে শেয়ার ছাড়ার মাধ্যমে অর্থ সংগ্রহ করেছে। ইউনাইটেড এয়ারওয়েজ ১৬ থেকে ২০ মে পর্যন্ত ১৪টি ব্যাংকের মাধ্যমে আইপিও’র অর্থ সংগ্রহ করে। ১৫ জুন প্রতিষ্ঠানটির আইপিও লটারির ড্র অনুষ্ঠিত হয় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে।

প্রতিষ্ঠানটি পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহের জন্য ১০০ কোটি টাকার আইপিও ছাড়ে। এর বিপরীতে ৮৪৬ কোটি টাকার আবেদন জমা পড়ে। ১ লাখ ৬০ হাজার লটের বিপরীতে ১২ লাখ ৩২ হাজার ২১৯ জন আইপিওতে আবেদন করেন। প্রতি লটের বিপরীতে আবেদনকারীর সংখ্যা ছিল প্রায় ৮.৪৬ জন।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, জুলাই ৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।