ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

মার্জিন লোন রেশিও কমিয়ে আনায় বাজারে দরপতন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০২ ঘণ্টা, জুলাই ১১, ২০১০
মার্জিন লোন রেশিও কমিয়ে আনায় বাজারে দরপতন

ঢাকা: মার্জিন লোন রেশিও কমিয়ে আনার পর প্রথম কার্যদিবসেই রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বড় ধরনের দরপতন হয়েছে। লেনদেন হওয়া অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে।

সেই সঙ্গে কমেছে আর্থিক লেনদেন, সূচক ও বাজার মূলধন।

বাজার মূলধন আগের দিনের চেয়ে ৪ হাজার ৪৩৫ কোটি টাকা কমে ২ লাখ ৭৫ হাজার ২০১ কোটি টাকায় নেমে আসে আজ। আর্থিক লেনদেন আগের দিনের চেয়ে ৫৫৭ কোটি ১৫ লাখ টাকা কমে নেমে আসে ১ হাজার ৬১৮ কোটি ২২ লাখ টাকায়।

দিনশেষে লেনদেন হওয়া ২৪৬ কোম্পানির মধ্যে শেয়ারের দাম বেড়েছে মাত্র ৪৪টির, কমেছে ১৯৯টির। আর অপরিবর্তিত রয়েছে ৩ কোম্পানির শেয়ার। এর মধ্যে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, সিমেন্ট ও সিরামিকস খাতের দরপতন ছিলো চোখে পড়ার মতো। দিনশেষে সাধারণ মূল্যসূচক আগের দিনের চেয়ে ১২৮ দশমিক ৯৬ পয়েন্ট কমে ৬ হাজার ৩০৩ দশমিক ৫৪ এ নেমে আসে।

গত সপ্তাহে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) পুঁজিবাজারের উর্দ্ধমুখি লাগাম টেনে ধরতে ঋণ সরবরাহকারী প্রতিষ্ঠানের সঙ্গে কয়েক দফা বৈঠক করে। তাতেও বাজার অযৌক্তিভাবে উর্ধ্বমুখি থাকায়  গত বৃহস্পতিবার মার্জিন লোন রেশিও ১:১.৫ থেকে কমিয়ে ১ঃ১ এ আনার ঘোষণা দেয় এসইসি। ওই ঘোষণা আজ কার্যকর হয়।

বাজারে বড় ধরনের দরপতন প্রসঙ্গে মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশন সভাপতি মো. আরিফ খান বলেন, ‘মার্জিন লোন রেশিও কমিয়ে আনায় বাজারে আজ দরপতন হয়েছে। তবে এ নিয়ে বিনিয়োগকারীদের আতঙ্কিত হওয়ার কিছু নেই। ’

লেনদেনের ভিত্তিতে (টাকায়) আজকের প্রধান ১০ কো¤পানি হলো- তিতাস গ্যাস, বেক্সিমকো লিমিটেড, ন্যাশনাল ব্যাংক লিমিটেড, এবি ব্যাংক লিমিটেড, শাহাজালাল ব্যাংক লিমিটেড, পূবালী ব্যাংক লিমিটেড, লঙ্কাবাংলা ফিন্যান্স, ব্র্র্যাক ব্যাংক লিমিটেড, পিপলস্ লিজিং ফিন্যান্স অ্যান্ড সার্ভিসেস লিমিটেড ও বিএসআরএম।


দর বৃদ্ধিতে আজকের প্রধান ১০ কো¤পানি হলো- গ্ল্যাক্সোস্মিথকাইন, রেনেটা, পূরবী জেনারেল ইন্সুরেন্স, কন্টিনেন্টাল ইন্সুরেন্স, মার্কেন্টাইল ইন্সুরেন্স, প্রগতি ইন্সুরেন্স, ঢাকা ইন্সুরেন্স, প্রাইম ইন্সুরেন্স, ৩য় আইসিবি ও আইসিবি ১ম এনআরবি মিউচুয়্যাল ফান্ড।

দাম কমে যাওয়া আজকের শীর্ষ ১০ কো¤পানি হলো- মেঘনা লাইফ ইন্সুরেন্স, এইমস ১ম মিউচুয়্যাল ফান্ড, সমতা লেদার, ফাইন ফুডস্, প্রগতি লাইফ ইন্সুরেন্স, মেঘনা পেট্রোলিয়াম, প্রগ্রেসিভ লাইফ ইন্সুরেন্স, ফিনিক্স ইন্সুরেন্স, রূপালী লাইফ ইন্সুরেন্স ও বিডি ওয়েল্ডিং।

স্থানীয় সময়: ১৮৩০ ঘণ্টা, জুলাই ১১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।