ঢাকা: কনফেডারেশন অফ এশিয়া-প্যাসিফিক চেম্বারস অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিএসিসিআই)-এর দেওয়া বিগ চেম্বার ক্যাটাগরিতে চতুর্থ সিএসিসিআই লোকাল চেম্বার অ্যাওয়ার্ড লাভ করেছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)।
কনফেডারেশনের ২৪তম সম্মেলনে সিএসিসিআই’র নবনির্বাচিত সভাপতি অ্যামবেসেডর বেনিডেক্টো ভি ইউজুইকো ডিসিসিআই সভাপতি আবুল কাসেম খানের হাতে এ পুরস্কার তুলে দেন।
গত ৫-৭ জুলাই শ্রীলংকার রাজধানী কলম্বোতে সম্মেলন অনুষ্ঠিত হয়।
অ্যাওয়ার্ডপ্রাপ্তি উপলক্ষে ডিসিসিআই আজ শনিবার দুপুরে মতিঝিল কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংগঠনের সভাপতি আবুল কাশেম খান, সাবেক সভাপতি বেনজীর আহমেদ, সাবেক সভাপতি হোসেন খালেদ প্রমুখ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন।
চেম্বারের সদস্যদের প্রতি সেবা প্রদান, সমাজসেবা এবং সিএসিসিআই কার্যক্রমে অংশগ্রহণকে অ্যাওয়ার্ড পাওয়ার যোগ্যতা হিসেবে বিবেচনা করে সিএসিসিআই।
উল্লেখ্য, ২০০৪ সাল থেকে সিএসিসিআই এ পুরস্কার প্রদান করে আসছে।
বাংলাদেশ স্থানীয় সময় : ১৬৩৫ ঘণ্টা, জুলাই ১০, ২০১০