ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

অবহেলায় বিমানের লোকসান ৭৮ লাখ টাকা

ইশতিয়াক হুসাইন | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫২ ঘণ্টা, জুলাই ১০, ২০১০
অবহেলায় বিমানের লোকসান ৭৮ লাখ টাকা

ঢাকা : লিজ নেওয়া একটি উড়োজাহাজের ক্ষতিগ্রস্ত উইন্ডশিল্ড সময়মতো মেরামত না করায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে লোকসান গুনতে হয়েছে প্রায় ৭৮ লাখ টাকা। সম্প্রতি বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডির অনুসন্ধানে এ তথ্য বেরিয়ে এসেছে।



জানা যায়, মার্চের শেষদিকে ঢাকা থেকে করাচি যাওয়ার পথে সম্প্রতি লিজ নেওয়া বোয়িং ৭৩৭ মডেলের উড়োজাহাজটির উইন্ডশিল্ড ক্ষতিগ্রস্ত হয়।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়ার পরপরই উইন্ডশিল্ড ক্ষতিগ্রস্ত হলে উড়োজাহাজটি পুনরায় ঢাকায় ফিরে আসে।

এ কারণে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ লিজ নেওয়া উড়োজাহাজটিকে উড্ডয়ন অযোগ্য(গ্রাউন্ডেড) ঘোষণা করে। মেরামতহীন অবস্থায় উড়োজাহাজটি ১৫ দিন বিমানবন্দরে পড়ে থাকে। লিজ চুক্তি অনুযায়ী মেরামতের দায়িত্ব ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইনসের।

বিমানের একটি সূত্র জানায়, মেরামত না হওয়ায় গত মে মাসে উড়োজাহাজটি টানা ১৫ দিন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের হ্যাঙ্গারে পড়ে ছিল। কিন্তু চুক্তি অনুযায়ী বিমানকে ভাড়া বাবদ ঠিকই প্রায় ৭৮ লাখ টাকা পরিশোধ করতে হয়েছে।

বিমানের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডি-কে জানান,  অবহেলা না করে মাত্র ১৪ লাখ টাকা ব্যয়ে উইন্ডশিল্ডটি ওইসময় মেরামত করা হলে এতো টাকা লোকসান গুনতে হতো না।

বিমানের প্রধান নির্বাহী কর্মকর্তা জাকিউল ইসলাম এ ঘটনার সত্যতা স্বীকার করে বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডি-কে বলেন, ‘বিমানের কাছে পর্যাপ্ত উইন্ডশিল্ড না থাকায় মেরামতে কিছুটা সময় লেগেছে। এসময় তিনি লোকসান কিছুটা হয়েছে বলেও মন্তব্য করেন।

বাংলাদেশ সময় : ১৭২৫ ঘণ্টা, জুলাই ১০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।