ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

নতুন মুদ্রানীতি দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে সহায়ক হবে: গভর্নর

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২৫ ঘণ্টা, জুলাই ১১, ২০১০
নতুন মুদ্রানীতি দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে সহায়ক হবে: গভর্নর

মাদারীপুর: দেশের নতুন মুদ্রানীতিতে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার বিষয়ে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান।

১৯ জুলাই নতুন মুদ্রানীতি ঘোষণা করা হবে।



উপকূলীয় অঞ্চল সফর শেষে ঢাকায় ফেরার পথে রোববার বিকেল ৩টায় মাদারীপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় গভর্নর এ কথা বলেন।

স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা রিসোর্স ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এ মতবিনিময় সভার আয়োজন করে।

গভর্নর জানান, বাংলাদেশ ব্যাংক দেশে বিদ্যুৎ উৎপাদনে সহায়তা দিচ্ছে। পাশাপাশি সহজে উৎপাদিত সৌর বিদ্যুৎ প্রযুক্তি ব্যবহারেও ব্যাংক ঋণ দেওয়া হচ্ছে, যাতে সাধারণ মানুষ ব্যাংক বা কোনো এনজিওর মাধ্যমে নির্বিঘেœ কিনতে পারে।

মাদারীপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক রেজাউল করিমের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ক্রেডিট ডেভেলপমেন্ট ফোরামের প্রধান নির্বাহী মো. আউয়াল, পুলিশ সুপার সরদার তমিজউদ্দিন আহমেদ, প্রেসকাবের যুগ্মআহবায়ক গোলাম মাওলা আকন্দ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, জুলাই ১৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।