ঢাকা, সোমবার, ১৫ পৌষ ১৪৩১, ৩০ ডিসেম্বর ২০২৪, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বতসোয়ানার কৃষিখাতে বিনিয়োগের আহ্বান

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৮ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৪
বতসোয়ানার কৃষিখাতে বিনিয়োগের আহ্বান ডিগ্যাংগ ফিলিপ ম্যাগালেমেলে

ঢাকা: বতসোয়ানায় অংশীদারিত্বের ভিত্তিতে কৃষিপণ্য উৎপাদন করতে বাংলাদেশি উদ্যোক্তাদের বিনিয়োগে আহ্বান জনিয়েছেন দেশটির রাষ্ট্রপতির দফতর এবং জনপ্রশাসন বিষয়ক প্রতিমন্ত্রী ডিগ্যাংগ ফিলিপ ম্যাগালেমেলে।

রোববার (২১ ডিসেম্বর) প্রবাসী কল্যাণ ভবনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ আহ্বান জানান।



এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব খন্দকার মো. ইফতেখার হায়দার, বিএমইটির মহাপরিচালক বেগম শাসছুন্নাহারসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডিগ্যাংগ ফিলিপ ম্যাগালেমেলে বলেন, বতসোয়ানায় প্রচুর কৃষি জমি রয়েছে। এখানে কৃষিজাত পণ্য উৎপাদনের জন্য বাংলাদেশিরা এগিয়ে আসতে পারেন।

কৃষিখাতে বেসরকারি উদ্যোক্তাদের বিনিয়োগের বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরের পর কার্যকরী ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন প্রবাসী কল্যাণ মন্ত্রী।

তিনি বলেন, বিষয়টি চূড়ান্ত করতে দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক করতে হবে।

বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।