ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ড্যাফোডিল কম্পিউটার্সের ‍বার্ষিক সাধারণ সভা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৯ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৪
ড্যাফোডিল কম্পিউটার্সের ‍বার্ষিক সাধারণ সভা ছবি: সংগৃহীত

ঢাকা: আইটি প্রতিষ্ঠান ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেডের ১৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ ডিসেম্বর) ডিআইইউ মিলনায়তনে (৪/২, সোবাহনবাগ, মিরপুর রোড, ঢাকা-১২০৭) এ সভা অনুষ্ঠিত হয়।



ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেডের চেয়ারম্যান সাহানা খানের সভাপতিত্বে অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক মো. সবুর খান প্রতিষ্ঠানের ২০১৩-২০১৪ অর্থ বছরের বার্ষিক প্রতিবেদন ও আলোচ্যসূচি উপস্থাপন করেন।

সভায় ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেডের পরিচালক কোম্পানী সেক্রেটারি, অডিটর প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় প্রতিষ্ঠানের শেয়ার হোল্ডারদের জন্য ২০১৩-২০১৪ অর্থ বছরের বিসাব অনুমোদন করেন এবং আগামি অর্থ বছরে আরো ভাল করার আশাবাদ ব্যক্ত করেন।

বুধবার প্রতিষ্ঠানের জনসংযোগ কর্মকর্তা মজিবুর রহমান খোকন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।    

বাংলাদেশ সময়: ১৭৪৯ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।