ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

১৫ ফেব্রুয়ারি-১৭ মার্চ

বগুড়ায় প্রথম আন্তর্জাতিক বাণিজ্যমেলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৫ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৫
বগুড়ায় প্রথম আন্তর্জাতিক বাণিজ্যমেলা ছবি: কাশেম হারুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: উত্তরবঙ্গে নতুন উদ্যোক্তা সৃষ্টি ও ব্যবসায়িক ক্ষেত্র বাড়াতে বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমোদনক্রমে প্রথমবারের মতো বগুড়ায় অনুষ্ঠিত হচ্ছে ‘বগুড়া আন্তর্জাতিক বাণিজ্যমেলা’।
 
জেলা প্রশাসনের সহায়তা ও বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজনে বগুড়া কামারগাড়ী রানার সিটি মাঠে আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে ১৭ মার্চ পর্যন্ত এ মেলা অনুষ্ঠিত হবে।


 
রোববার (১৮ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
 
মেলায় মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে ইস্টওয়েস্ট মিডিয়া গ্রুপের অনলাইন নিউজপোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কম, দৈনিক কালের কণ্ঠ, ডেইলি সান।

মেলা’র সমন্বয়ক হাসান মাহমুদ রনি বলেন, বগুড়াকে বলা হয় উত্তরবঙ্গের ব্যবসায়িক কেন্দ্র। ইতিপূর্বে বগুড়ায় বাণিজ্যমেলা হলেও আন্তর্জাতিক বাণিজ্যমেলা হয়নি।
 
এ মেলার মূল উদ্দেশ্য হলো উত্তরবঙ্গে উদ্যোক্তা, বিনিয়োগকারী তৈরি ও ব্যবসায়িক কেন্দ্র সৃষ্টি। উত্তরবঙ্গে এটাই প্রথম আন্তর্জাতিক বাণিজ্যমেলা।
 
রনি জানান, মেলায় সব ন্যাশনাল ও মাল্টি ন্যাশনাল কোম্পানি অংশগ্রহণ করবে। এতে ৩টি প্রিমিয়ার প্যাভেলিয়ন, ৭টি সাধারণ প্যাভেলিয়ন, ২৭টি মিনি প্যাভেলিয়ন ও ছোট-বড় ২৯২টি স্টল থাকবে।
 
এছাড়া থাকছে বিশাল পার্কিং জোন, ৫২টি সিসি ক্যামেরা, এটিএম বুথ, মানি এক্সচেঞ্জ সেন্টার ও কুরিয়ার সার্ভিস ব্যবস্থা।
 
মেলায় থাকবে জরুরি স্বাস্থ্যসেবা কেন্দ্র, মা ও শিশু পরিচর্যা কেন্দ্র, সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা, ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স।
 
রনি আরও বলেন, সাধারণ দর্শনার্থীদের বিনোদনের জন্য থাকছে একটি ছোট চিড়িয়াখানা, একটি থ্রিডি সিনেপ্লেক্স, একটি ছোট শিশু পার্ক এবং দেশবরেণ্য শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান।
 
মেলায় সবার জন্য উন্মুক্ত থাকবে ‘ফ্রি ওয়াইফাই জোন’। উত্তরবঙ্গের ব্যবসায়ীদের ব্যবসা প্রসারে নতুন উদ্যোক্তাদের নিয়ে মাসব্যাপী থাকবে কর্মশালা এবং ট্রেনিং প্রোগ্রাম।
 
মেলা প্রতিদিন দুপুর ১টা থেকে রাত ১০টা পর‌্যন্ত চলবে। কর্মশালা ও ট্রেনিং প্রোগ্রাম প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলবে। টিকিটের দাম রাখা হয়েছে ২০ ও ৫০ টাকা।
 
প্রথম কোনো জেলায় এ ধরনের আন্তর্জাতিক বাণিজ্যমেলাকে সহযোগিতা করার অংশ হিসেবে দেশি-বিদেশি কোম্পানিকে মেলায় অংশগ্রহণের আহ্বান জানান রনি।
 
উত্তরবঙ্গে এ মেলা সফল হলে উদ্যোক্তা তৈরির ক্ষেত্র হিসেবে আগামী জুনে ‘চায়না মাইক্রো ইন্ডাস্ট্রিয়াল ফেয়ার’ করা হবে বলেও জানান তিনি।
 
তিনি বলেন, এ ফেয়ারে ৩৬টি চায়না ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি অংশগ্রহণ করবে। এতে কম দামের মেশিনারিজ দেওয়া হবে যা গ্রামে উদ্যোক্তা তৈরিতে সহায়তা করবে।
 
সংবাদ সম্মেলনে মেলার হেড অফ মার্কেটিং মো. হাসান ইকরাম আহমেদ ও বগুড়া চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক অশোক রায় উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।