ঢাকা: পোল্ট্রি খাতকে অবরোধ ও হরতালের আওতামুক্ত রাখার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। এ লক্ষ্যে তারা প্রধানমন্ত্রী ও বিরোধী দলের নেতা বরাবর স্মারকলিপি প্রদান করেছেন।
রোববার (১৮ জানুয়ারি) ‘চলমান রাজনৈতিক অস্থিরতায় পোল্ট্রি শিল্পের সঙ্কট’ শীর্ষক মিট দ্য প্রেস শেষে পোল্ট্রি ব্যবসার সঙ্গে জড়িত সাতটি অ্যাসোসিয়েশনের এপেক্সবডি বাংলাদেশ পোল্ট্রি শিল্প সমন্বয় কমিটি’র (বিপিআইসিসি) পক্ষ থেকে স্মারকলিপি প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়।
বিপিআইসিসি’র আহবায়ক মসিউর রহমান বাংলানিউজকে জানান, মিট দ্য প্রেস শেষে প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতার কার্যালয়ে পোল্ট্রি শিল্পকে চলমান রাজনৈতিক অস্থিরতা থেকে দূরে রাখার জন্য কার্যকর পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়ে স্মারকলিপি প্রদান করা হয়।
তিনি বলেন, দুপুরের দিকে বিএনপির চেয়ারপার্সনের কার্যালয়ের সামনে কমিটির পক্ষ থেকে স্মারকলিপি নিয়ে যাওয়া হয়। কিন্তু তাদের কার্যালয়ের মধ্যে প্রবেশ করতে দেননি আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
এদিকে মিট দ্য প্রেসে এ শিল্প সংশ্লিষ্টরা বলেন, পোল্ট্রি শিল্পের সঙ্গে সবচেয়ে বেশি তৃণমূল মানুষেরা সরাসরিভাবে জড়িত আছেন। কয়েক লাখ মানুষ এ শিল্পের মাধ্যমে জীবিকা নির্বাহ করছেন। গত কয়েক দিনের অবরোধ আর হরতালে তারা ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন।
বক্তারা বলেন, ইতোমধ্যে পোল্ট্রির কয়েকটি গাড়ি ভাংচুর ও আগুনে পুড়িয়ে দিয়েছে দৃর্বত্তরা। গাড়ির চালকেরা জীবনের ঝুঁকি নিয়ে মালামাল আনা-নেওয়া করতে চাচ্ছেন না। এভাবে চলতে থাকলে আমরা পথে বসে যাবো। গত বছরও এরকম পরিস্থিতির সম্মুখীন হয়ে আমাদের প্রায় সাড়ে ৪ হাজার কোটি টাকা আর্থিক ক্ষতি হয়েছে।
সবশেষে তারা বলেন, জনগণ তথা দেশের বৃহৎ স্বার্থের কথা চিন্তা করে হরতাল ও অবরোধের কর্মসূচি বন্ধ করা হোক। নইলে আমাদের এ শিল্পকে এসব কর্মসূচির আওতামুক্ত রাখার ঘোষণা দেওয়া হোক।
বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৫
** পোল্ট্রিখাতে ক্ষতি ৬০০ কোটি টাকা