ঢাকা: কারখানায় নিরাপত্তা নিশ্চিতকরণে বাংলাদেশ গার্মেন্টস এক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টারর্স অ্যাসোসিয়েশন (বিজিএপিএমইএ) ও বাংলাদেশ টেরি টাওয়েল অ্যান্ড লিলেন ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টারর্স অ্যাসোসিয়েশন (বিটিটিএলএমইএ)’র শিল্প-প্রতিষ্ঠানকেও পূর্নঅর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক।
রোববার বাংলাদেশ ব্যাংকের গ্রিন ব্যাংকিং অ্যান্ড সিএসআর বিভাগের মহাব্যবস্থাপক মনোজ কুমার বিশ্বাস স্বাক্ষরিত সার্কুলার সকল তফসিলি ব্যাংকের কাছে পাঠানো হয়।
এতে বলা হয়, কারখানায় কর্মরতদের কর্মপরিবেশ ও নিরাপত্তা নিশ্চিতকরণ খাতে বিজিএপিএমইএ ও বিটিটিএলএমইএ এর সদস্যভুক্ত শিল্প প্রতিষ্ঠান যাদের নিজস্ব কারখানা রয়েছে তাদেরকেও কারখানা নিরাপদ কর্মপরিবেশ তথা অগ্নিনির্বাপক সামগ্রী, আগ্নি প্রতিরক্ষামূলক সামগ্রী, ছাদ এবং ভূগর্ভে প্রয়োজনীয় সংখ্যক পাম্পসহ পানি সংরক্ষাণাগার নির্মাণ ইত্যাদি উদ্দেশ্যে সংস্কার, প্রতিস্থাপন, পুনর্গঠন কাজের জন্য পুনঃঅর্থায়ন স্কিমে অন্তর্ভুক্ত করা হল।
উল্লেখ্য, নবায়নযোগ্য জ্বালানি ও পরিবেশবান্ধব অর্থায়নযোগ্য খাতে পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় ৯ টি খাতে ৪৭ টি প্রোডাক্টে পুনঃঅর্থায়ন সুবিধা দিয়ে থাকে বাংলাদেশ ব্যাংক।
এর আগে ২০১৪ সালের মে মাসে এ স্কিমের আওতা বাড়ায় বাংলাদেশ ব্যাংক। ওই সময় অন্তর্ভুক্ত হওয়া পণ্যের মধ্যে ছিল- নবায়নযোগ্য জ্বালানি, জ্বালানি দক্ষ বা সাশ্রয়ী প্রযুক্তি, কঠিন ও তরল বর্জ্য ব্যবস্থাপনা, বিকল্প জ্বালানি, নন-ফায়ার ব্লক ব্রিক প্রস্তুতকরণ প্রকল্প, পুনঃপ্রক্রিয়াকরণ ও পুনঃপ্রক্রিয়াকরণ উপযোগী দ্রব্য প্রস্তুতকারণ প্রকল্প ইত্যাদি। তার আগে মূলত সৌরশক্তি, ব্যায়োগ্যাস এবং বর্জ্য পরিশোধন প্ল্যান্ট স্থাপন, জলবিদ্যুৎ প্ল্যান্টে অর্থায়ন করা হতো।
সূত্র মতে, বাংলাদেশ ব্যাংক ব্যাংকগুলোকে ব্যাংক রেটে (৫ শতাংশ সুদে) পুনঃঅর্থায়ন দিবে, তবে বাণিজ্যিক ব্যাংকগুলোর জন্য খাতভিত্তিক সর্বোচ্চ সুদ হার নির্ধারণ করে দেয়া হয়েছে। ঋণ আদায়ের সকল দায়-দায়িত্ব ঋণ বিতরণকারী ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানসমূহকে নিতে হয়।
বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৫