ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বাণিজ্যমেলায় কারখানার দামে রাজশাহী সিল্ক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৯ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫
বাণিজ্যমেলায় কারখানার দামে রাজশাহী সিল্ক ছবি: শোয়েব মিথুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাণিজ্য মেলা থেকে: ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় রাজশাহী সিল্ক বিক্রি হচ্ছে কারখানার দরে। দর্শনার্থী ও ক্রেতাদের নজর কেড়েছে রাজশাহী সিল্ক।


বিভিন্ন বয়সী মেয়েরা ভিড় জমাচ্ছেন এ স্টলে। যুগের সঙ্গে তাল মিলিয়ে স্টলে রয়েছে বিভিন্ন মানের শাড়ি।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে বেঙ্গল টেক্সটাইলের রাজশাহী সিল্কের স্টল থেকে জানা যায়, শাড়ির গুণগত মান ও ডিজাইনের ওপর ভিত্তি করে প্রতিটি সিল্কের শাড়ির দাম নির্ধারণ করা হয়েছে।

কারখানায় যে দামে বিক্রি হয়, সেই দামেই মেলায় বিক্রি করা হচ্ছে এসব শাড়ি। তবে মেলার বাইরে কিনলে দাম অনেক বেশি পড়বে।

বিক্রেতারা জানান, সফট সিল্ক শাড়ি এক হাজার আটশ থেকে পাঁচ হাজার টাকা, ধুপিয়ান সিল্ক এক হাজার চারশ থেকে তিন হাজার দুইশ টাকা, ক্রেপ সিল্ক এক হাজার চারশ থেকে আড়াই হাজার টাকা এবং সুতির শাড়ি তিনশ ৮০ থেকে আটশ টাকায় বিক্রি হচ্ছে।

বেঙ্গল টেক্সটাইলের স্বত্ত্বাধিকারী মো. ময়েজ উদ্দিন বাংলানিউজকে বলেন, একমাত্র বেঙ্গল টেক্সটাইলই বাণিজ্য মেলায় রাজশাহী সিল্কের প্রতিনিধিত্ব করছে।

আমরাই প্রথম রাজশাহী বিসিক নগরীতে রেশম সিল্কের শাড়ি বোনা, প্রিন্টিং, ফিনিশিং, ডিজাইনসহ বাজারজাতকরণের কাজ করছি। এতে করে রাজধানীসহ দেশের প্রায় সব অঞ্চলেই রাজশাহী সিল্ক পৌঁছাতে পারছি।

তবে লাগাতার অবরোধের কারণে ক্রেতা ও দর্শনার্থীদের উপস্থিতি কম থাকায় এ বছর বাণিজ্য মেলায় খুবই নাজুক অবস্থায় পড়েছেন ময়েজ উদ্দিন। ১৭ বছর ধরে বাণিজ্য মেলায় স্টল দিয়ে আসছেন এ ব্যবসায়ী।

তিনি জানান, এবারই প্রথম এত খারাপ অবস্থা বেচাকেনার। তাই, তারা চান মেলার সময় আরো বাড়ুক। তবে এজন্য যেন অতিরিক্ত টাকা না নেওয়া হয়।

ময়েজ উদ্দিন বলেন, ক্রেতারা যেসব ডিজাইন পছন্দ করেন, সেগুলো নিয়েই তারা মেলায় এসেছেন। ক্রেতারা যেসব ডিজাইন বেশি পছন্দ করবেন, সেগুলোই তারা আবার ১১ মাস ধরে তৈরি করে ফের মেলায় নিয়ে আসবেন।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।