ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ঘোড়াশাল কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে বসুন্ধরা সিমেন্ট

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১৫
ঘোড়াশাল কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে বসুন্ধরা সিমেন্ট ছবি: দেলোয়ার হোসেন বাদল/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: নরসিংদীর প্রস্তাবিত ঘোড়াশাল ৩০০-৪৫০ মেগাওয়াট গ্যাসভিত্তিক কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্রের অবকাঠামো নির্মাণে বসুন্ধরা সিমেন্ট ব্যবহার করবে প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান চীনের নর্থইস্ট ইলেকট্রিক পাওয়ার ইঞ্জিনিয়ারিং কোম্পানি (এনইপিসি)।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর হোটেল ল্য মেরিডিয়ানে বসুন্ধরা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান বসুন্ধরা সিমেন্টের সঙ্গে এনইপিসির এ সংক্রান্ত একটি চুক্তি সই হয়।



চুক্তিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সই করেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান এবং এনইপিসির প্রকল্প ব্যবস্থাপক লিউ সেং।

সর্বাধুনিক ভিআরএম প্রযুক্তিতে তৈরি দেশের সর্ববৃহৎ বসুন্ধরা সিমেন্ট ফ্যাক্টরি পরিদর্শন, উৎপাদন ক্ষমতা, সরবরাহ ব্যবস্থা ও সর্বোপরি গুনগত মানের নিশ্চয়তা যাচাই সাপেক্ষে ঘোড়াশাল ৩০০-৪৫০ মেগাওয়াট গ্যাসভিত্তিক কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্রের অবকাঠামো নির্মাণ প্রকল্পে বসুন্ধরা সিমেন্ট ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে এনইপিসি।

এ প্রকল্পে দুই বছরে মোট ৭০ হাজার মেট্রিক টনের বেশি সিমেন্ট ব্যবহার করা হবে।

চুক্তি সই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এনইপিসির সাইট ম্যানেজার লং মিনসহ প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। অনুষ্ঠানে বসুন্ধরা সিমেন্টের সেলস ও অন্যান্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৩৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৫
আরএম/এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।