ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আয়কর মেলায় সেবা নিতে বাড়ছে ভিড়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৫
আয়কর মেলায় সেবা নিতে বাড়ছে ভিড় ছবি: জি এম মুজিবুর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: জাতীয় আয়কর মেলার দ্বিতীয় দিন বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সেবা গ্রহীতাদের ভিড় বাড়ছে।
 
বুধবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর অফিসার্স ক্লাবে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) উদ্যোগে সপ্তাহব্যাপী ‘আয়কর মেলা-২০১৫’ শুরু হয়।


 
ই-টিআইএন পুনঃনিবন্ধন ও আয়কর রিটার্ন জমা দিতে আসা হাতিরপুলের ব্যবসায়ী আবদুল হক সেবা পেয়ে খুব খুশি।
 
তিনি বলেন, বাইরে ই-টিআইএন পুনঃনিবন্ধন করতে ১শ টাকা লাগে। মেলায় মাত্র দুই মিনিটে ফ্রিতে করে দেওয়া হচ্ছে। আগে রিটার্ন পূরণ করতে আইনজীবীকে দুই হাজার টাকা দিতে হতো। গত দু’বছর ধরে নিজে পূরণ করে নিজেই জমা দেই।

রিটার্ন পূরণে মেলার হেল্প ডেস্ক থেকে কর্মকর্তারা খুবই সহযোগিতা করেন। সারাবছর সব কর অঞ্চলে এ ধরনের সেবা থাকলে মানুষ কর দিতে উৎসাহ পেত বলে তার মত।
 
উত্তরা থেকে আসা নুরুল হক নামে এক কলেজ শিক্ষক বাংলানিউজকে বলেন, সিনিয়র সিটিজেন হিসেবে মায়ের রিটার্ন জমা দিলাম। কোনো হয়রানি নেই। মেলায় যত সহজে রিটার্ন পূরণ, টাকা জমাসহ সব সেবা কর্মকর্তারা দেন, তা যদি সব কর অঞ্চলে দেওয়া হতো তাহলে মানুষ সারাবছর কর দিত।
 
গোলাম মোস্তফা নামে এক অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা বলেন, গত চার বছর স্ত্রী মাকসুদা বেগমের রিটার্ন দাখিল করি। প্রতিবছরই সেবা আপডেট হচ্ছে। আগের চেয়ে কর্মকর্তাদের ব্যবহার ও সেবার মান অনেক উন্নত হয়েছে।
 
আয়কর মেলা ঘুরে দেখা যায়, মেলার দ্বিতীয় দিন সেবা নিতে আয়কর দাতাদের ভিড় বাড়ছে। ভিড় থাকলেও তথ্য-প্রযুক্তির উন্নত ব্যবস্থার কারণে দ্রুত সেবা পাচ্ছেন তারা।
 
মেলায় ই-টিআইএন নিবন্ধন, পুনঃনিবন্ধন, আয়কর রিটার্ন জমা, আয়কর দেওয়া, ই-পেমেন্টসহ আয়কর সংক্রান্ত সব সেবা মিলছে।

সচিবালয় সূত্র জানায়, মেলায় ১৫টি কর অঞ্চলের ৩৬টি রিটার্ন নেওয়ার বুথ রয়েছে। এছাড়া বৃহৎ করদাতা ইউনিট, কেন্দ্রীয় কর জরিপ অঞ্চল, সিনিয়র সিটিজেন ও নারী এবং মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধীদের জন্য একটি করে বুথ রয়েছে।
 
এছাড়া সোনালী ও জনতা ব্যাংকের ৬টি, ৫৬টি আয়কর সংক্রান্ত হেল্প ডেস্ক, ৪৭টি ই-টিআইএন বুথ, তথ্য ও মিডিয়া এবং মেডিকেল সেন্টার রয়েছে।
 
মেলা নিরাপত্তায় রয়েছে সিসিটিভি। মেলায় রিটার্ন ফরমসহ আয়কর সংক্রান্ত সব তথ্য সম্বলিত কাগজপত্র বিনামূলে দেওয়া হচ্ছে।
 
সূত্র আরও জানায়, মেলার প্রথম দিন বুধবার সারাদেশে আয়কর মেলায় সেবা নিয়েছেন ৫৭ হাজার ৪৭ জন করদাতা। আয়কর রিটার্ন দাখিল করেছেন ১৪ হাজার ৯শ ৯৮ জন, দুই হাজার ৭০৫ জন করদাতা ই-টিআইএন নিবন্ধন ও ৮শ ২৭ জন পুন‍ঃনিবন্ধন করেছেন। সর্বমোট আয়কর আদায় হয়েছে ১শ ৫৩ কোটি ২০ লাখ এক হাজার ৯শ ৬২ টাকা।
 
বিভাগীয় শহরে সাত দিন, জেলা শহরে চার দিন, ২৯ উপজেলায় দুই দিন ও ৫৭ উপজেলায় এক দিন করে আয়কর মেলা অনুষ্ঠিত হচ্ছে।
 
বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৫
আরইউ/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।