ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

গাবতলীতে জাল নোট শনাক্তে ৩৩টি মেশিন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৫
গাবতলীতে জাল নোট শনাক্তে ৩৩টি মেশিন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীর সর্ববৃহৎ পশুর হাট গাবতলীতে ৩৩টি জাল নোট শনাক্তকরণ মেশিন স্থাপন করা হয়েছে। এছাড়াও ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিতে ও অপরাধ দমনে ৫০টি সিসি ক্যামেরা বসানো হয়েছে বলে জানিয়েছেন গাবতলী পশুর হাট পরিচালনা কমিটির পরিচালক রাকিব ইমরান।



সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করতে হাটের ভেতর বিভিন্ন স্থানে ৩০টি ওয়াচ টাওয়ার স্থাপন করা হয়েছে বলেও জানান তিনি।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে বাংলানিউজকে এসব তথ্য দেন গাবতলী পশুর হাট পরিচালনা কমিটির পরিচালক।

রাকিব ইমরান আরও বলেন, হাটের ভেতর চাঁদাবাজি বন্ধে হাটের বিভিন্ন পয়েন্টে আইন-শৃঙ্খলা বাহিনীর ৫শ’ সদস্য তৎপর থাকবেন। এছাড়াও স্বেচ্ছাসেবীরা সার্বক্ষণিকভাবে ক্রেতা-বিক্রেতাদের সহায়তায় উপস্থিত রয়েছেন।

গাবতলী পশুর হাটে ৯টি হাসিল ঘরও স্থাপিত হয়েছে বলে জিনিয়ে তিনি বলেন, এ বছর পশু প্রতি হাসিল নির্ধারণ করা হয়েছে শতকরা ৫ টাকা।

বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৫
এমআইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।