ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বিক্রয়ডটকম’র ডিজিটাল মার্কেটিং বিষয়ে সেমিনার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৫
বিক্রয়ডটকম’র ডিজিটাল মার্কেটিং বিষয়ে সেমিনার ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: অনলাইন মার্কেটপ্লেস বিক্রয়ডটকম রাজধানীর একটি হোটেলে ‘বাংলাদেশের ডিজিটাল মার্কেটিংয়ের বর্তমান অবস্থা ও সম্ভাবনা’ বিষয়ে একটি সেমিনার করেছে।

মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) রাজধানীর হোটেল লেকশোরে এ সেমিনারটি অনুষ্ঠিত হয়।



এতে আলোচকরা অনলাইন বিজ্ঞাপনের বর্তমান অবস্থা তুলে ধরেন। একই সঙ্গে দেশে-বিদেশে অনলাইন বিজ্ঞাপন শিল্পের ধারা, সুযোগ ও সম্ভাবনা সম্পর্কে আলোচনা করেন।

বিক্রয়ডটকম সম্প্রতি বাংলাদেশে ডিজিটাল মার্কেটিংয়ের সুবিধার ওপর সচেতনতা তৈরির একটি ক্যাম্পেইন করেছে।

আলোচকদের মধ্যে প্রথম আলো ডিজিটাল’-র সিইও আহতারাম উদ্দিন, আইবিএম’র প্রাক্তন কান্ট্রি হেড নাভিদ মাহবুবসহ বিক্রয়ডটকমের ম্যানেজমেন্ট বিভাগের সদস্যরা উপস্থিত ছিলেন।

বিক্রয়ডটকম’র মার্কেটিং ডিরেক্টর মিশা আলী বলেন, ডিজিটাল মিডিয়া দেশের একটি ক্রমবিকাশমান শিল্প। এখাতের বিশাল সম্ভাবনা রয়েছে। আমরা ডিজিটাল বাংলাদেশ গঠনে এগিয়ে যাচ্ছি। তবে এর সর্বোচ্চ কৌশলগত লক্ষ্য অর্জন এবং ধারাবাহিক বাস্তবায়নে আমাদের অনেকের মধ্যেই মতভেদ রয়েছে।

তিনি বলেন, বাংলাদেশের শীর্ষস্থানীয় অনলাইন মার্কেটপ্লেস হিসেবে গত কয়েক বছর ধরে এ বিষয়ে আমরা মূল্যবান অভিজ্ঞতা অর্জন করেছি। আমরা ইন্ডাস্ট্রির অন্যদের সঙ্গেও অনলাইন মার্কেটপ্লেস সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গি ও ধারণা বিনিময় করতে চাই এবং এ শিল্পের ভবিষ্যত সম্পর্কে অন্যদের বক্তব্যও জানতে চাই।

বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৫
এসই/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।