ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

মানিলন্ডারিং ও সন্ত্রাসী কাজে অর্থায়ন প্রতিরোধে এক্সিম ব্যাংকের কর্মশালা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৫
মানিলন্ডারিং ও সন্ত্রাসী কাজে অর্থায়ন প্রতিরোধে এক্সিম ব্যাংকের কর্মশালা

ঢাকা: মানিলন্ডারিং ও সন্ত্রাসী কাজে অর্থায়ন প্রতিরোধে এবং APG কর্তৃক অক্টোবর ২০১৫-এ বাংলাদেশে অনুষ্ঠিতব্য Mutual Evaluation সামনে রেখে Trainers’ Training on Prevention of Money Laundering and Combating the Financing of Terrorism শীর্ষক দু’দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

এক্সিম ব্যাংক’র মানি লন্ডারিং প্রতিরোধ বিভাগের উদ্যোগে শনিবার (১২ সেপ্টেম্বর) বিজিএমইএ কমপ্লেক্স এ কর্মশালা অনুষ্ঠিত হয়।



এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া’র সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও বিএফআইইউ’র ডেপুটি হেড ম. মাহ্ফুজুর রহমান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এক্সিম ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ অ্যান্টি-মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার সিরাজুল হক মিয়া, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও এক্সিম ব্যাংকের মানি লন্ডারিং প্রতিরোধ বিভাগের প্রধান শেখ মঈন উদ্দিন, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ডেপুটি চিফ অ্যান্টি-মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার মো. মুনীরুজ্জামান, প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহী এবং এক্সিম ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ অ্যাকাডেমির প্রিন্সিপ্যাল মো. মুক্তার হোসেন।

বাংলাদেশ সময়:১৩২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৫
পিআর/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।