ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

স্ট্র্যাটেজিক পার্টনারশিপে আগা খান-ব্র্যাক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১১ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৫
স্ট্র্যাটেজিক পার্টনারশিপে আগা খান-ব্র্যাক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: আগা খান ফান্ড ফর ইকোনোমিক ডেভেলপমেন্ট (একেএফইডি) ও ব্র্যাকের মধ্যে স্ট্র্যাটেজিক পার্টনারশিপ সংক্রান্ত একটি চুক্তি সই হয়েছে।
 
সম্প্রতি এ চুক্তি সই হয় বলে শনিবার (১২ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।


 
বিজ্ঞপ্তিতে বলা হয়, চুক্তির ফলে ইন্ডাস্ট্রিয়াল প্রমোশন ডেভেলপমেন্ট কোম্পানি অব বাংলাদেশ’র (আইপিডিসি) মুখ্য অংশীদারিত্ব অধিগ্রহণ করতে পারবে ব্র্যাক।
 
এরই অংশ হিসেবে একেএফইডি’র কাছ থেকে আয়েশা আবেদ ফাউন্ডেশন ও আরএসএ ক্যাপিটাল লিমিটেড আইপিডিসি’র একাংশ অধিগ্রহণ করবে। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন’র অনুমোদন নিয়ে মূল পরিচালকের ভূমিকায় কাজ করবে।
 
বিজ্ঞপ্তিতে বলা হয়, কৌশলগত জোট’র মাধ্যমে আইপিডিসি’র উন্নতির সক্ষমতা বৃদ্ধি পাবে ও বাংলাদেশের বৃহৎ, মাঝারি ও ক্ষুদ্রাকৃতির রিটেইল এবং কনজ্যুমার মার্কেট সেগমেন্টে পণ্য বৃদ্ধি পাবে।
 
চুক্তি সই অনুষ্ঠানে ব্র্যাকের চেয়ারপারসন স্যার ফজলে হাসান আবেদ বলেন, সামাজিক দায়বদ্ধতা সম্পন্ন আর্থিক সেবাদানের মাধ্যমে আইপিডিসিকে প্রবৃদ্ধির নতুন উচ্চতায় নিয়ে যাওয়া ব্র্যাক ও একেএফইডি’র মূল লক্ষ্য।
 
একেএফইডি’র পরিচালক সুলতান আলি আলানা, আরএসএ ক্যাপিটালের প্রতিষ্ঠাতা সামীর আহমেদ, ব্র্যাকের গ্রুপ সিএফও শিব নারায়ণ কৈরি, আরএসএ ক্যাপিটালের সিওও তারিক আই খান, আরএসএ অ্যাডভাইজারি লিমিটেডের চেয়ারম্যান কে মাহমুদ সাত্তার, একেএফইডি’র লিগ্যাল কাউন্সেল হাসান মান্দভিওয়ালা চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৫
এএসএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।