ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

শেষ সময়ে ভিড় বাড়ছে আয়কর মেলায়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৫
শেষ সময়ে ভিড় বাড়ছে আয়কর মেলায় ছবি: দেলোয়ার হোসেন বাদল- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: মেলা শেষ হতে বাকি আর মাত্র একদিন। জাতীয় আয়কর মেলার ৬ষ্ঠ দিন সোমবার (২১ সেপ্টেম্বর) কিছুট‍া বৈরী আবহাওয়া সত্ত্বেও করদাতা ও সেবাগ্রহীতাদের ভিড় চোখে পড়ার মতো।



জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়োজিত রাজধানীর অফিসার্স ক্লাবে চলছে সপ্তাহব্যাপী (১৬-২২ সেপ্টেম্বর) ‍এ মেলা।

রোববারও দিনভর বৃষ্টি উপেক্ষা করেও মেলায় করদাতা, সেবাগ্রহীদের ভিড় ছিলো।

প্রতিবন্ধী নজরুল ইসলাম ভাতিজা সুমনের সহায়তায় মেলায় রিটার্ন দাখিল করতে এসেছেন। গত দু’দিন বৈরী আবহাওয়ার কারণে আসতে পারেনি। সোমবার আবহাওয়া খুব ভালো না থাকলেও এসে দ্রুত সেবা পেয়ে খুশি।

তিনি বলেন, মেলায় প্রতিবন্ধীদের জন্য আলাদা বুথ রাখায় হয়রানি নেই। তিন বছরে ধরে কর দেই। দিন দিন মানুষের মধ্যে কর দেওয়ার উৎসাহ দেখে ভালোই লাগছে।

মিরপুর থেকে প্রথমবারের মতো পরিবারের দু’জনের আয়কর রিটার্ন দাখিল করতে এসেছেন মোয়াজ্জেম হোসেন। শেষ সময়ে ভিড় কম থাকবে বিধায় আজ আসা।

মোয়াজ্জেম বাংলানিউজকে বলেন, প্রথম বছর স্ত্রী ও নিজের আয়কর রিটার্ন দাখিল করতে আসলাম। নতুন হওয়ায় ভাবলাম শেষ সময়ে এলে একটু সময় নিয়ে সব জেনে লিখতে পারবো। কিন্তু শেষ সময়ে এত ভিড় হবে জানলে আগেই আসতাম। তবে রিটার্ন ফরম পূরণ, কর জমা থেকে সর্বক্ষেত্রে সেবা পেয়ে ভালো লাগছে। আগামী বছর থেকে প্রথমে আসবো।

মেলায় রিটার্ন জমা দিয়ে উৎসবমুখর পরিবেশে কর প্রদান ও সেবাগ্রহণ ঘুরে ঘুরে দেখছেন গুলিস্তানের পীর ইয়ামীনি মার্কেটের ব্যবসায়ী আনিসুর রহমান।

তিনি বলেন, গত ১০ বছর ধরে ব্যবসা করি, কর দেই। কর বিষয়ে মানুষের মধ্যে যে ভীতি ছিলো মেলায় কর প্রদান দেখে তা মনে হচ্ছে না। আগে কর অঞ্চলে রিটার্ন জমা দিতাম। গত দু’বছর ধরে শেষ সময়ে মেলায় জমা দেই। মেলায় কোন হয়রানি ছাড়াই ভালো সেবা পাওয়া যায়।

অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা আজিজুল হক দু’ছেলে, নিজ ও স্ত্রীর নামে ২০১০ সাল থেকে মেলায় রিটার্ন জমা দিচ্ছেন।

তিনি বলেন, সোয়া দশটা থেকে দেড়টা পর্যন্ত রিটার্ন পূরণ করে জমা দিলাম। এত ভিড়েও আগের বছরের চেয়ে সেবা ভালো পেয়ে খুবই খুশি।
 
স্কুল শিক্ষিকা মা নুর নাহার মেয়ে মারিয়া জাহানকে নিয়ে মেলায় ই-টিআইএন নিবন্ধন করতে এসেছেন। হয়রানিমুক্ত সেবা পেয়ে খুশি।
 
জানালেন, মেয়েকে ই-টিআইএন ও রিটার্ন পূরণে রোভার সদস্যরা খুবই সহযোগিতা করেছেন। কর বিষয়ে যে ভীতি ছিলো তা কেটে গেছে।
মেলা ঘুরে দেখা যায়, গত দু’দিন বৃষ্টির কারণে অনেকে মেলায় আসতে পারেননি। মেলার শেষ সময় হওয়ায় ভিড় বাড়ছে। তবে ভিড় হলেও দ্রুত সেবা পেয়ে খুশি করদাতারা।

সোমবার ঢাকাসহ সাতটি বিভাগ ছাড়াও ১৭টি জেলা ৩২টি উপজেলা (২০টি ভ্রাম্যমাণ) আয়কর মেলা অনুষ্ঠিত হচ্ছে। মেলা সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে।
 
** আয়কর নিয়ে এবার সম্পাদকদের সঙ্গে মতবিনিময়

বাংলাদেশ সময়: ১৪৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৫
আরইউ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।