ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ইসলামী ব্যাংকের সুপারভাইজরি কমিটির সভা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৬ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৫
ইসলামী ব্যাংকের সুপারভাইজরি কমিটির সভা ছবি : সংগৃহীত

ঢাকা: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড’র শরীআহ্ সুপারভাইজরি কমিটির সভা বৃহস্পতিবার (১২ নভেম্বর) ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) ব্যাংকটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

কমিটির চেয়ারম্যান ও বায়তুশ শরফ আঞ্জুমান-ই-ইত্তেহাদ বাংলাদেশ’র সভাপতি শায়খ মাওলানা মোহাম্মদ কুতুবুদ্দীন সভায় সভাপতিত্ব করেন।     
সভায় উপস্থিত ছিলেন-কমিটির ভাইস চেয়ারম্যান ও আল-জামিয়াতুস সিদ্দিকীয়া দারুল উলুম’র (মাদ্রাসা-ই-ফুরফুরা শরীফ) প্রধান মুফতি ছাঈদ আহমদ, চট্টগ্রামের পটিয়ার আল জামিয়াতুল ইসলামিয়ার মুফতি মুহাদ্দিস শামছুদ্দীন জিয়া, বাংলাদেশ কোরআন শিক্ষা সোসাইটির সভাপতি মাওলানা আব্দুস শহীদ নাসিম, এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ’র সহযোগী অধ্যাপক ড. হাসান মোহাম্মদ মঈনুদ্দীন, কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আ ছ ম তরীকুল ইসলাম, চট্টগ্রামের ইন্টারন্যাশনাল ইসলামী ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ড. মাওলানা মুহাম্মদ আব্দুস সামাদ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ মানজুরে ইলাহী ও দারুল কোরআন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহিউদ্দীন রাব্বানী।

এছাড়া, ব্যাংকটির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. নজরুল ইসলাম খান, মো. শামসুল হুদা, আশেক আহমেদ জেবাল, ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী ও মোহাম্মদ শহীদ উল্লাহ সভায় উপস্থিত থেকে আলোচনায় অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৩৫৭ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৫
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।