ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আদায় হচ্ছে বকেয়া রাজস্ব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৩ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৫
আদায় হচ্ছে বকেয়া রাজস্ব

ঢাকা: প্রধান বিচারপতির দিকনির্দেশনা ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নেওয়া প্রায় আট মাসের কর্মসূচির মাধ্যমে শিগগিরই বকেয়া রাজস্ব আদায় করা হবে।

কর্মসূচির মাধ্যমে ইতোমধ্যে আগের তুলনায় বকেয়া রাজস্ব আদায় বেড়েছে।

সর্বশেষ মামলায় জড়িত বকেয়া রাজস্ব আদায়ে প্রধান বিচারপতির দিকনির্দেশনা চেয়েছে এনবিআর।

এ উপলক্ষে মঙ্গলবার (১৭ নভেম্বর) ‘রাজস্ব মামলার ব্যবস্থাপনা ও বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) এর কার‌্যকারিতা’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হবে।

সেমিনারে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার দেওয়া নির্দেশনা অনুযায়ী, এনবিআর বকেয়া রাজস্ব আদায়ে কঠোর পদক্ষেপ নেওয়ার বিষয়টি আলোচনা করা হবে বলে সূত্র জান‍ায়।

সেমিনারে মামলার পক্ষ হিসেবে ব্যবসায়ী, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রায় ছয় শতাধিক প্রতিনিধি অংশ নেবেন।

সূত্র আরও জানায়, সুপ্রিম কোর্টের উভয় বিভাগে প্রায় ২৪ হাজার রিট মামলা রয়েছে। এর সঙ্গে প্রায় ৩১ হাজার কোটি টাকার বকেয়া রাজস্ব জড়িত (চলতি অর্থবছরের রাজস্ব লক্ষ্যমাত্রার ১৭.৫৫ শতাংশ)। এর মধ্যে কাস্টমস’র ১৭ হাজার ৪৭০ মামলায় বকেয়া রাজস্ব ৪ হাজার ৮২৫ কোটি ৪৩ লাখ টাকা। আয়করের ৩ হাজার ৮৭৬ মামলায় বকেয়া রাজস্ব ৮ হাজার ১৮২ কোটি ৭০ লাখ টাকা। মূসকের (ভ্যাট) ৩ হাজার ২২৬ মামলায় বকেয়া রাজস্ব ১৭ হাজার ৯৩৮ কোটি ৪৯ লাখ টাকা।

রাজস্ব আহরণ জোরদার ও সকল পর‌্যায়ে মামলা নিষ্পত্তিতে চলতি বছর চেয়ারম্যান মো. নজিবুর রহমান জোরালো পদক্ষেপ নেয়। এরই অংশ হিসেবে গত আট মাসে বেশ কিছু কর্মসূচি হ‍াতে নেওয়া হয়েছে।

এর মধ্যে সব কর কমিশনার দফতরে মামলা তত্ত্বাবধায়নে বিশেষ ফোকাল পয়েন্ট নিয়োগ, ইনহাউজ সংলাপ, ব্যবসায়ীদের সঙ্গে সংলাপ, অ্যার্টনি জেনারেল ও অ্যার্টনি জেনারেলের দফতরের সঙ্গে দুই দফায় আলোচনা, হাইকোর্ট বিভাগের সংশ্লিষ্ট বিচারপতিদের দিকনির্দেশনা গ্রহণসহ মামলাগুলো এডিআরের মাধ্যমে নিষ্পত্তিতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দফায় দফায় ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে এনবিআর।

এডিআরের মাধ্যমে মামলা নিষ্পত্তি করতে এনবিআর মাঠ কর্মকর্তাদের কঠোর হতে নির্দেশনা দেয়। এর ফলে গত আট মাসে মামলায় বেশি অগ্রগতি হয়েছে বলেও জানা গেছে। সর্বশেষ প্রধান বিচারপতির দিকনির্দেশনার জন্য এ সেমিনারের আয়োজন করা হয়েছে।

সেমিনারে প্রধান বিচারপতি ও মামলা সংশ্লিষ্টদের মতামত ও পরামর্শ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হলে বকেয়া রাজস্ব আদায় ও মামলা দায়েরের হার হ্রাস পাবে বলে সূত্র জানিয়েছে।

সেমিনারে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ, অ্যার্টনি জেনারেল মাহবুবে আলম, এফবিসিসিআই’র সভাপতি আব্দুল মাতলুব আহমাদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ০২২২ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৫
আরইউ/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।