ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

২০১৬ সালে ব্যাংক ছুটি ২৩দিন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৮ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৫
২০১৬ সালে ব্যাংক ছুটি ২৩দিন

ঢাকা: ২০১৬ সালের জন্য ব্যাংক ছুটির তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। তফসিলি ব্যাংকের জন্য আগামী বছর সর্বমোট ২৩ দিন ছুটি রাখা হয়েছে।



বুধবার (২৫ নভেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের অফ সাইট সুপারভিশন বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করে সব ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তাদের পাঠানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বরাবরের মতো আগামী বছরেও দুই ঈদে সর্বোচ্চ তিনদিন করে ব্যাংক বন্ধ থাকবে। বাকি ছুটিগুলো একদিন করে।

যেসব দিবস উপলক্ষে ছুটি ঘোষণা করা হয়েছে- আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন, স্বাধীনতা দিবস, বাংলা নববর্ষ, মে দিবস, বুদ্ধ পূর্ণিমা, শব-ই-বরাত, জাতীয় শোক দিবস, জন্মাষ্টমী, দুর্গাপূজা, আশুরা, ঈদ-ই মিলাদুন্নবী, বিজয় দিবস, বড়দিন ও ব্যাংক হলিডে।

এসব ছুটির মধ্যে ৫ দিন শুক্র ও শনিবারে পড়েছে। ২০১৫ সালে মোট ছ‍ুটি ছুটি রাখা হয়েছিল ২৩ দিন।

বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৫।
এসই/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।