ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

অভিযোগের শীর্ষে সোনালী ব্যাংক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৭ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৫
অভিযোগের শীর্ষে সোনালী ব্যাংক

ঢাকা: ২০১৪-১৫ অর্থবছরে দেশের কার্যরত ব্যাংকগুলোর গ্রাহকরা তিন হাজার ৯শ ৩০টি অভিযোগ করেন। তবে সবগুলো অভিযোগের নিষ্পত্তি হয়েছে।

আর অভিযোগের শীর্ষে রয়েছে সোনালী ব্যাংক।

রোববার (২৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেগ্রিটি অ্যান্ড কাস্টম সার্ভিস ডিপার্টমেন্টের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

বাংলাদেশ ব্যাংকের কনভেনশন হলে অনুষ্ঠিত এ প্রতিবেদন প্রকাশের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান।

প্রতিবেদনে বলা হয়, গ্রাহকরা সোনালী ব্যাংকের ২৫৬টি, রুপালী ব্যাংকের ১৪৯টি, অগ্রণী ব্যাংকের ১৪০টি, ইসলামী ব্যাংকের ১২৩টি, জনতা ব্যাংকের ১০৬টি, কৃষি ব্যাংকের ৮২টি, স্ট্যান্ডার্ড র্চাটার্ট ব্যাংকের ৭৯টি, ডাচবাংলা ব্যাংকের ৭০টি ও ন্যাশনাল ব্যাংকের বিরুদ্ধে ৫৯টি অভিযোগ করেন।

বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৫
ওএইচ/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।