ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

ব্যবসায় স্বচ্ছন্দ আনতে প্রযুক্তির প্রয়োজন: থম রুহি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৩ ঘণ্টা, আগস্ট ৪, ২০১০

ঢাকা: ব্যবসাকে যতটা সম্ভব স্বচ্ছন্দ ও চলমান রাখতে আধুনিক প্রযুক্তির প্রয়োজন বলে উল্লেখ করেছেন যুক্তরাষ্ট্রভিত্তিক ‘ইউইং মারিয়ান কাউফম্যান ফাউন্ডেশন’ এর পরিচালক থম রুহি।
 
বুধবার গুলশানে বাংলাদেশ এন্টারপ্রাইজ ইন্সটিটিউটে (বিইআই) ‘দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যবসায়ীদের ভূমিকা’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।



সেমিনারে সভাপতিত্ব করেন বাংলাদেশ এন্টারপ্রাইজ ইন্সটিটিউটের সভাপতি ফারুক সোবহান।

সেমিনারে ব্যবসা শুরু করতে সরকারি সহায়তার বিষয়ে রুহি গুরুত্ব আরোপ করে এ ক্ষেত্রে আন্তর্জাতিক রীতিনীতির উদাহরণ তুলে ধরেন।

তিনি বলেন, ‘ব্যবসাকে স্বচ্ছন্দ ও গতিশীল রাখতে প্রযুক্তির ব্যবহার জরুরি। নতুন ব্যবসায়ী বা উদ্যোক্তাদের সাহায্য করার জন্য তিনি সরকারকে পরামর্শ দেন। ’

রুহি বলেন, ‘বাংলাদেশের মতো দেশগুলোর জন্য অর্থনেতিক প্রবৃদ্ধি অর্জনের চাবিকাঠি ব্যবসায় উদ্যোগ। এখানে উদ্যোক্তারা কিছু জটিলতার মুখোমুখি হন। এর মধ্যে নিবন্ধন, নতুন জায়গা, বিভিন্ন সেবা পেতে দেরি হওয়া। ’

তিনি উদ্যোক্তাদের স্বার্থে পর্যাপ্ত অবকাঠামো, রাজস্ব ও অর্থনীতিক পরিকল্পনা ইত্যাদির বিষয়ে গুরুত্ব দেন।

২০১০ সালে ব্যবসার অনুকূল পরিবেশ এমন দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১১০ নম্বরে।

বাংলাদেশ সময়: ১০১৭ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।