ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

সিলেটে বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক মতবিনিময় সভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৪ ঘণ্টা, আগস্ট ৫, ২০১০

সিলেট: এই মুহূর্তে লোডশেডিং পুরোপুরি কমিয়ে আনা সম্ভব নয়। দেশে বিদ্যুতের ঘাটতি রয়েছে।

তবে সুষ্ঠু ব্যবস্থাপনা ও সমন্বয়ের মাধ্যমে বিদ্যুতের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা হবে।

বৃহস্পতিবার সিলেট সার্কিট হাউসের সম্মেলন কে বিদ্যুৎ ও জ্বালানী বিষয়ক এক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানী উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুল হক, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, মাহমুদ উস সামাদ চৌধুরী, জ¦ালানী সচিব মোহাম্মদ মেজবাউদ্দিন, বিদ্যুৎ সচিব আবুল কালাম আজাদ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘লোডশেডিং কখন হবে, কত সময় হবে সেটা অবশ্যই আগে থেকে গ্রাহকদের জানাতে হবে। ’

কোনো ট্রান্সফরমার নষ্ট হয়ে গেলে ২৪ ঘণ্টার মধ্যে মেরামত করার জন্য তিনি বিদ্যুৎ বিভাগকে নির্দেশ দেন।

প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানী উপদেষ্ঠা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, ‘দেশে বিদ্যুতের ঘাটতি রয়েছে। গত চারদলীয় জোট সরকারের অবহেলায় এ ঘাটতির সৃষ্টি হয়েছে। হঠাৎ করে এটা পূরণ করা সম্ভব নয়। সরকার চেষ্টা করছে। তবে সুষ্ঠু ব্যবস্থাপনা ও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সমন্বয়ের মাধ্যমে বিদ্যুতের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা হবে। ’

বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুল হক বলেন, ‘মানুষের দোরগোড়ায় বিদ্যুৎ পৌঁছে দিতে সরকার কাজ করে যাচ্ছে। গ্যাস ও বিদ্যুতের ব্যবহারে সবাইকে সাশ্রয়ী হতে হবে। ’

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।