ঢাকা: পোশাক তৈরির শেষ ধাপে ফিনিশিং ও ওয়াশিংয়ের কাজটাই পোশাককে সবচেয়ে বেশি আকর্ষণীয় ও সুন্দর করে তোলে। তাই পোশাক তৈরিতে এই দুই ধাপের গুরুত্ব গার্মেন্ট শিল্পে অনেক বেশি।
পোশাকের এই ফিনিশিং ও ওয়াশিংয়ে ‘নাগাইশিং’র মেশিনারিজ সরবরাহ এবং বাজারজাত করে ‘আমরা গ্রুপের আমরা রিসোর্স লিমিটেড’ পোশাক ব্যবসায়ীদের ওই গুরুত্বপূর্ণ কাজকে সহজ করে যাচ্ছে। দেশের গার্মেন্টস ব্যবসায়ীদের পোশাকের ফিনিশিং ও ওয়াশিংয়ের যাবতীয় সমাধান দিচ্ছে প্রতিষ্ঠানটি।
শুক্রবার (১৫ জানুয়ারি) দুপুরে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি, বসুন্ধরায় (আইসিসি’বি) চলা ‘গার্মেন্টটেক’ ‘ইয়ার্ন অ্যান্ড ফেব্রিকস সোর্সিং ফেয়ার’ ও ‘গ্যাপেক্সপো-২০১৬’ শীর্ষক প্রদর্শনীতে আমরা গ্রুপের নাগাইশিং মেশিনারিজের স্টলে প্রবেশ করে পাওয়া গেলো এসব তথ্য।
প্রদর্শনীর এক নম্বর হলে ‘নাগাইশিং আমরা’ স্টলে প্রবেশ করে দেখা গেলো পোশাকের ফিনিশিং ও ওয়াশিংয়ের বিভিন্ন মেশিনারিজের প্রদর্শনী। প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মীরা দর্শনার্থীদের পণ্য সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরছেন।
স্টলের কর্মীরা জানান, প্রায় ২০ বছর ধরে হংকংয়ের মেশিনারিজ প্রতিষ্ঠান নাগাইশিংয়ের ফিনিশিং ও ওয়াশিংয়ের মেশিনারিজ সরবরাহ ও বাজারজাত করছে আমরা গ্রুপের আমরা রিসোর্স লিমিটেড। ব্যবসায়ীদের আস্থা বাড়ার কারণেই দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি নাগাইশিংয়ের মেশিনারিজ বাজারে সরবরাহ করে যাচ্ছে।
ডেনিম, নিটস যাবতীয় ওয়াশ করা সম্ভব নাগাইশিংয়ের মেশিন দিয়ে। এছাড়া গার্মেন্টস পণ্যের যাবতীয় ফিনিশিংয়ের মেশিনারিজ পাওয়া যাচ্ছে এ প্রতিষ্ঠান থেকে। প্রায় ৪০০ ধরনের মেশিন রয়েছে তাদের।
আমরা রিসোর্স লিমিটেডের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (অ্যাপারেল ডিভিশন) শামীম মাসুদুল হক বলেন, এই জাতীয় প্রদর্শনী গ্রাহক ও সরবরাহকারীদের মেলবন্ধন তৈরি করতে সহযোগিতা করে থাকে। এর মাধ্যমে আমরা প্রযুক্তির সবশেষ আপডেট গ্রাহকদের কাছে তুলে ধরতে পারছি।
তিনি জানান, সুনামের সঙ্গে ২০ বছর ধরে পোশাকের ফিনিশিং ও ওয়াশিংয়ের মেশিনারিজগুলো গুণগত মানের দিক দিয়ে খুবই উন্নত। ফলে গ্রাহকদের উন্নত মানের বিক্রয়োত্তর সেবা দেওয়া সম্ভব হচ্ছে। দিনদিন গ্রাহকের সংখ্যা বাড়ছে। সবাই আস্থার সঙ্গে পণ্যগুলো কিনছেন।
দর্শনার্থীরা ইচ্ছে করলে এসব পণ্য দেখেশুনে যাচাই-বাছাই করে নিতে পারছেন। অনেকেই বুকিং দিচ্ছেন। সবার কাছ থেকে বেশ ভালো সাড়াও পাওয়া যাচ্ছে।
শনিবার (১৬ জানুয়ারি) এ প্রদর্শনী শেষ হবে। চার দিনব্যাপী এ প্রদর্শনীতে পোশাক শিল্পে যেসব মেশিনারিজের প্রয়োজন তার সবই প্রদর্শিত হচ্ছে। শুক্রবার ছুটির দিন হওয়ায় প্রদর্শনী প্রাঙ্গণে দর্শনার্থীদের উপচেপড়া ভিড়ও দেখা গেছে।
বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৬
একে/জেডএস