ঢাকা: ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আবুল খায়ের গ্রুপের মার্কস গুঁড়ো দুধের চারটি পণ্যের প্রচারণা নিয়ে ব্যস্ত কোম্পানিটি।
বয়সের উপর ভিত্তি করে মার্কস অ্যাকটিভ স্কুল, ইয়ং স্টার, গোল্ড ও ডায়েট এই চারটি পণ্য মেলার ১৭ নম্বর প্যাভিলিয়নে ক্রেতাদের কাছে গুরুত্ব দিয়ে তুলে ধরা হচ্ছে।
রোববার (১৭ জানুয়ারি) মেলায় সরেজমিনে দেখা যায়, কোম্পানির অন্যান্য পণ্যের চেয়ে মার্কসের গুঁড়ো দুধের চারটি পণ্যের প্রচারণায় অগ্রাধিকার দেওয়া হচ্ছে। যদিও এবারের মেলায় মার্কস পরিবারের ‘নতুন পণ্য’ হিসেবে স্থান পাওয়া পণ্যগুলো গত বছর (২০১৫) বাণিজ্য মেলা উপলক্ষে বাজারে ছাড়া হয়।
কোম্পানির ডিভিশনাল মার্কেটিং ইনচার্জ সাজ্জাদুর রহমান বাংলানিউজকে বলেন, মেলায় এই চারটি পণ্য কিনলে প্রত্যেকটির জন্য ক্রেতাদের দেওয়া হয় একটি কুপন। আর এতে রয়েছে নিশ্চিত পুরস্কার। সর্বোচ্চ পুরস্কার এলইডি টিভি, ওয়াশিং মেশিন, ওভেন। এছাড়া রয়েছে ওয়াটার বোতল, পেন্সিল বক্স ইত্যাদি।
তিনি বলেন, মার্কস পরিবারে নতুন চারটি পণ্যের মধ্যে শিশুদের জন্য (৪ থেকে ১৬ বছর বয়স) উপযোগী মার্কস অ্যাকটিভ স্কুল, তরুণ ও বড়দের জন্য (১৬ থেকে ৪০ বছর বয়স) মার্কস ইয়ং স্টার, ৪০ বছর ও এর বেশি বয়সীদের জন্য মার্কস গোল্ড ও যাদের ডায়াবেটিসের পরিমাণ বেশি তাদের উপযোগী করে তৈরি করা হয়েছে মার্কস ডায়েট। এই চারটি পণ্য গত বছর বাণিজ্য মেলায় উপলক্ষে বাজারে ছাড়া হয়েছে।
এছাড়া এই চারটি পণ্যের জন্য প্যাভিলিয়নের ভেতরে ক্রেতাদের জন্য বিনামূল্য চারটি স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা রাখা হয়েছে।
এগুলো হলো- ক্যালসিয়ামের মাত্রা সংক্রান্ত টেস্ট বিএমডি, ডায়াবেটিক নিয়ে সিবিজি, ওজনের বিষয়ে বিএমআই ও উচ্চ রক্তচাপের বিপি। এসব পরীক্ষা শেষে প্রয়োজনীয় স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন টিপসও দেওয়া হচ্ছে মার্কস’র এই স্টলে।
এছাড়া মেলায় মার্কসের অন্যান্য পণ্য নিয়ে রয়েছে তিনটি আলাদা প্যাকেজ।
** বেঙ্গল লেটেস্ট ম্যাট্রেসে ২৫ শতাংশ ছাড়
বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৬
টিএইচ/জেডএস