ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

চলতি সপ্তাহে ডিএসইতে বাজার মূলধন বেড়েছে ১০ হাজার কোটি টাকা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৮ ঘণ্টা, আগস্ট ৬, ২০১০
চলতি সপ্তাহে ডিএসইতে বাজার মূলধন বেড়েছে ১০ হাজার কোটি টাকা

ঢাকা: পুঁজিবাজারে অব্যাহত ঊর্ধ্বগতির কারণে বাজার মূলধন বেড়েই চলেছে। চলতি সপ্তাহের শেষ কার্যদিবসে (বৃহস্পতিবার) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন প্রথমবাবের মতো দুই লাখ ৯২ হাজার ৩শ’ ৬২ কোটি টাকায় উন্নীত হয়।



গত সপ্তাহের শেষ কার্যদিবস (২৯ জুলাই) ডিএসই’র বাজার মূলধন ছিল দুই লাখ ৮২ হাজার একশ’ ৭০ কোটি টাকা। মাত্র এক সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে দশ হাজার একশ’ ৯২ কোটি টাকা।
 
বাজার ঊর্ধ্বগতি থাকায় চলতি সপ্তাহে ডিএসইতে শেয়ার লেনদেন এবং সূচক বৃদ্ধিতে প্রায় প্রতিদিনই নতুন নতুন রের্কড সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার ডিএসইর সাধারণ সূচক প্রথমবারের মতো ৬৫৭৫.৫৯ পয়েন্টে উন্নীত হয়। এটি গত সপ্তাহের একই সময়ের তুলনায় ২শ’ ৩৩ পয়েন্ট বেশি।

অন্যদিকে গত সপ্তাহে পাঁচ কার্যদিবসে (২৬-২৯ জুলাই) ডিএসইতে পাঁচ হাজার ৭শ’ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। এসময় গড় লেনদেনের পরিমাণ ছিল এক হাজার ৪২৫ কোটি টাকা। চলতি সপ্তাহে পাঁচ কার্যদিবসে আর্থিক লেনদেনের পরিমাণ ছিল নয় হাজার একশ’ ৭৪ কোটি টাকা। এসময়ের গড় লেনদেন ছিল এক হাজার ৮শ’ ৩৪ কোটি টাকা। চলতি সপ্তাহে ডিএসইতে আগের সপ্তাহের তুলনায় গড় লেনদেন বেড়েছে প্রায় ৪শ নয় কোটি টাকা।
 
চলতি সপ্তাহে লেনদেন বেড়ে যাওয়া প্রসঙ্গে মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশনের সভাপতি আরিফ খান বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে জানান, চলতি সপ্তাহে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দাম ঊর্ধ্বমুখী থাকায় গড় লেনদেন ও বাজার মূলধন বেড়েছে।

তবে লেনদেন  ও বাজার মূলধন বাড়লেও বাজার স্বাভাবিক রয়েছে বলে মনে করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, ৬ আগস্ট ২০১০  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।