আন্তর্জাতিক বাণিজ্যমেলা থেকে: শেষ হলো মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্যমেলা। ছাড়ের ছড়াছড়ি আর দর্শনার্থীর উপচেপড়া ভিড়ে শেষ মুর্হূতে মেলা প্রাঙ্গণ ছিল উৎসবমুখর।
রোববার (৩১ জানুয়ারি) বিকেলে সমাপনী অনুষ্ঠানে মেলা সমাপ্তির ঘোষণা দেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
পরে মেলায় অংশ নেওয়া স্টলগুলোর মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ করা হয়।
এবারের বাণিজ্যমেলায় শ্রেষ্ঠ প্যাভিলিয়ন ও শ্রেষ্ঠ ভ্যাটদাতার পুরস্কার পেয়েছে দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিকস, অটোমোবাইলস ও হোম অ্যাপ্লায়েন্স প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়ালটন।
মেলায় প্রিমিয়াম স্টল ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে প্রাণ-আরএফএল গ্রুপের প্রাণ ডেইরি লিমিটেড।
বিদেশি প্যাভিলিয়নের মধ্যে প্রথম পুরস্কার পেয়েছে টার্কিশ স্টল ‘অরিজিনাল ইস্তাম্বুল ক্রিস্টাল’।
ফুড স্টলগুলোর মধ্যে প্রথম পুরস্কার পেয়েছে কুটুমবাড়ি। সংরক্ষিত মিনি প্যাভিলিয়নের মধ্যে পুরস্কার পেয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।
এছাড়া সাধারণ প্যাভিলিয়নের মধ্যে প্রথম হয়েছে কারুপণ্য রংপুর, সংরক্ষিত প্যাভিলিয়নে জয়িতা ফাউন্ডেশন, প্রিমিয়ার মিনি প্যাভিলিয়নে রহিম আফরোজ।
সাধারণ মিনি প্যভিলিয়নে প্রথম হয়েছে ক্যাট ইন্টারন্যাশনাল, প্রিমিয়ার স্টলে প্রথম হেলাল অ্যান্ড ব্রাদার্স।
বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৬/আপডেট: ২০৫০ ঘণ্টা
এসএ/জেডএস
** ‘বাণিজ্য মেলায় রফতানি আদেশ বেড়েছে ৭১ কোটি’