ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বছরের প্রথম মাসেই রেমিটেন্সে হোঁচট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৬
বছরের প্রথম মাসেই রেমিটেন্সে হোঁচট ফাইল ফটো

ঢাকা: বছরের প্রথম মাস জানুয়ারিতে রেমিটেন্স কমেছে। জানুয়ারির রেমিটেন্স ১২ দশমিক ২৪ শতাংশ কম।

ডিসেম্বরে রেমিটেন্স এসছিলো ১৩১ কোটি ২৫ লাখ ডলার। আগের বছরের একই মাসের তুলনায় যা ৭ দশমিক ৩৪ শতাংশ কম।

জানুয়ারিতে রেমিটেন্স কমার প্রভাবে অর্থবছরের প্রথম ৭ মাস ধরে হিসাব করলে রেমিটেন্স কমেছে এক দশমিক শূন্য ৫ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, বিভিন্ন ব্যাংকের মাধ্যমে গত জানুয়ারিতে ১১৫ কোটি ১৯ লাখ ডলারের রেমিটেন্স এসেছে। আগের ডিসেম্বরের তুলনায় যা ১৬ কোটি ৬ লাখ ডলার এবং আগের বছরের একই মাসের তুলনায় ৯ কোটি ১৩ লাখ ডলার কম।

জানুয়ারিতে ব্যাপকভাবে রেমিটেন্স কমার প্রভাব পড়েছে চলতি অর্থবছরের পুরো হিসাবে। জুলাই-জানুয়ারি সময়ে প্রবাসী বাংলাদেশিদের মোট ৮৬৪ কোটি ডলার সমপরিমাণ অর্থ দেশে পাঠিয়েছেন।

আগের অর্থবছরের একই সময়ে পাঠানো অর্থের পরিমাণ ছিল ৮৭৩ কোটি ডলার। এ হিসেবে একই সময়ের তুলনায় রেমিটেন্স কমেছে ৯ কোটি ১২ লাখ ডলার, যা এক দশমিক শূন্য ৫ শতাংশ। গত ডিসেম্বর পর্যন্ত ৬ মাসে রেমিটেন্স কমেছিলো ৪৭ লাখ ডলার বা শূন্য দশমিক ৬ শতাংশ।

বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৬
এসই/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।