ঢাকা বিশ্ববিদ্যালয়: সনাতন বা মূলধারার অর্থনীতিকে অতীত বিষয় হিসেবে আখ্যায়িত করে পোলান্ডের প্রাক্তন উপ-প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী অধ্যাপক ড. গ্রেগর্গ ডব্লিউ কোলদকো বলেছেন, চলমান সামাজিক, অর্থনৈতিক ও পরিবেশগত প্রক্রিয়াগুলোর সত্যিকারের প্রকৃতি ব্যাখ্যার জন্য এর কোনো প্রয়োজন নেই।
তিনি মনে করেন, অর্থনৈতিক ও পরিবেশগত প্রক্রিয়াগুলোর সত্যিকারের প্রকৃতি ব্যাখ্যার জন্য এবং অর্থনীতি বিষয়ক মৌলিক প্রশ্নের উত্তর খুঁজতে প্রয়োজন নতুন তাত্ত্বিক কাঠামোর।
মঙ্গলবার (০২ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে লোক বক্তৃতায় এসব কথা বলেন তিনি।
‘বিশ্ব কোন দিকে যাচ্ছে: ভবিষ্যতের রাজনৈতিক অর্থনীতি’ শীর্ষক এ লোক বক্তৃতার আয়োজন করে বাংলাদেশ অর্থনীতি সমিতি।
লোক বক্তৃতায় অধ্যাপক ড. কোলদকো আরও বলেন, অর্থনৈতিক পরিমণ্ডলে কি ঘটছে শুধু এর ওপরে বিশ্বের ভবিষ্যত এবং সভ্যতা নির্ভর করে না। এটি মুখোমুখি থাকা সাংস্কৃতিক, সামাজিক, রাজনৈতিক, জনতাত্ত্বিক, প্রযুক্তিগত এবং বাস্তুসংস্থান সংক্রান্ত প্রক্রিয়ার ওপরও নির্ভর করে। এ জন্য একটি আন্তঃশাস্ত্রীয় মনোভাব দরকার। সর্বোপরি আমাদের একটি নতুন তাত্ত্বিক কাঠামো দরকার, যা নীতি পরামর্শের ক্ষেত্রেও ব্যবহার করা যাবে।
তিনি বলেন, যদি আমরা পৃথিবীর ভবিষ্যতে একটি সুখী এবং একটি যৌক্তিক সুসঙ্গতিপূর্ণ উন্নয়ন দেখতে চাই, তাহলে অর্থনৈতিক পুন:উৎপাদন প্রক্রিয়াগুলোর সঙ্গে নতুন মূল্যবোধের প্রচলন করতে হবে। কিন্তু একই সময়ে বাস্তবধর্মিতাকে (প্রাগমাটিজম) ভুলে গেলে চলবে না।
ভাষণের পর সবার জন্য উন্মুক্ত প্রশ্নোত্তর পর্বে শ্রোতাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন অধ্যাপক ড. গ্রেগর্গ ডব্লিউ কোলদকো।
অধ্যাপক আবুল বারকাত তার বক্তৃতায় অধ্যাপক কোলদকোকে ‘পুনর্জাগরনের অর্থনীতিবিদ’ আখ্যায়িত করে বলেন, কোলদকোর ভাষায় ভালো অর্থনীতি বিশ্বের শুধু নিছক বর্ণনা নয়, এটি তার চেয়েও বেশি। এ অর্থনীতি আরো ভালোর পথে পরিবর্তনের একটি হাতিয়ার। প্রচলিত গণ্ডির বাইরে বের হয়ে চিন্তার এক নতুন জগৎ উন্মোচন করেছেন অধ্যাপক কোলদকো।
অনুষ্ঠানে অধ্যাপক ড. গ্রেগর্গ ডব্লিউ কোলদকোকে বাংলাদেশ অর্থনীতি সমিতির আজীবন সম্মাননা প্রদান করা হয়।
সমিতির সভাপতি অধ্যাপক আশরাফ উদ্দিন চৌধুরী অধ্যাপক ড. গ্রেগর্গ ডব্লিউ কোলদেকাকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক ড. জামালউদ্দিন আহমেদ।
সমিতির সভাপতি অধ্যাপক আশরাফ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এবং সহ সাধারণ সম্পাদক মেহেরুননেছার উপস্থাপনায় সমাজের বিভিন্ন পেশার মানুষ এতে অংশ নেন।
বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৬
এসএ/এএসআর