ঢাকা: মাস্টার কার্ডের সহায়তায় কমার্শিয়াল পেমেন্ট সলিউশন (সিপিএস) সেবা চালু করেছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল)।
বুধবার (০৩ ফেব্রুয়ারি) ইবিএল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (০২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর হোটেল ওয়েস্টিনে এক অনুষ্ঠানের মাধ্যমে সেবা কার্যক্রমটি উদ্বোধন করা হয়েছে।
অনুষ্ঠানে বক্তারা জানান, নতুন এই সেবা ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর মধ্যে পারস্পরিক লেনদেনে নতুনমাত্রা যোগ করবে। ভার্চুয়াল অ্যাকাউন্ট ও ট্রানজেকশন লেভেল অথরাইজেশন কন্ট্রোল ব্যবস্থা থাকার ফলে সিপিএস সেবার মাধ্যমে করপোরেট প্রতিষ্ঠানগুলো কীভাবে, কোথায় ও কখন পেমেন্ট করতে হবে তা জানিয়ে দেবে।
মাস্টার কার্ড ইন্ডিয়ার কান্ট্রি করপোরেট অফিসার ও দক্ষিণ এশিয়ার ডিভিশন প্রেসিডেন্ট পোরুষ সিং তার বক্তব্যে বলেন, বাংলাদেশে ইস্টার্ন ব্যাংক লিমিটিডের (ইবিএল) সহযোগিতায় কমার্শিয়াল পেমেন্ট সলিউশনের মতো একটি অত্যাধুনিক সেবা চালু করা হয়েছে। যা করপোরেট প্রতিষ্ঠান এবং কর্মাশিয়াল গ্রাহকদের জন্য নতুন সেবা হবে।
সিপিএসের মাধ্যমে লেনদেন প্রক্রিয়া সহজ ও নিরাপদ হবে। এর মাধ্যমে পেশাগত জীবন অনেক স্বস্তিদায়ক ও স্বাচ্ছন্দ্যময় করে তুলবে বলে জানান ইবিএল ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার।
কমার্শিয়াল পেমেন্ট সলিউশন চালুর মাধ্যমে বাংলাদেশে ক্যাশ ম্যানেজমেন্ট সেবায় নতুনমাত্রা যোগ হয়েছে বলেও জানান ইবিএল কনজ্যুমার ব্যাংকিং প্রধান নাজিম আনোয়ার চৌধুরী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাস্টার কার্ড সাউথ এশিয়ার নির্বাহী পরিচালক ভিকাস ভার্মা, মাস্টার কার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল, ইবিএল’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হাসান রশিদ প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৩৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৬
আরএইচএস/টিআই