ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

যুক্তরাষ্ট্রের বিশিষ্ট ব্যাংকার ফ্রেড হকবার্গ বাংলাদেশে

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৬
যুক্তরাষ্ট্রের বিশিষ্ট ব্যাংকার ফ্রেড হকবার্গ বাংলাদেশে ফ্রেড পি. হকবার্গ

ঢাকা: যুক্তরাষ্ট্রের এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাংকের চেয়ারম্যান এবং প্রেসিডেন্ট ফ্রেড পি. হকবার্গ যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে ব্যবসায়িক আদান-প্রদান বৃদ্ধি করতে বুধবার (৩ ফেব্রুয়ারি) ঢাকা সফরে আসছেন।

দু’দিনব্যাপী এই সফরে বাংলাদেশ সরকারের কর্মকর্তা এবং ব্যবসায়িক নেতৃবৃন্দের সাথে আলোচনা করবেন তিনি।

বৃহস্পতিবার তিনি আমেরিকান চেম্বার অফ কমার্স এর আয়োজনে মধ্যাহ্নভোজে বক্তব্য রাখবেন।   

২০০৪ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত ফ্রেড হকবার্গ নিউইয়র্কের মিলানো স্কুল অফ ম্যানেজমেন্ট অ্যান্ড আরবান পলিসি’র ডিন ছিলেন। ১৯৯৮ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত তিনি স্মল বিজনেস অ্যাডমিনসট্রেশন এর ডেপুটি এবং পরে ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।

এছাড়া ফেড হকবার্গ দীর্ঘদিন লিলিয়ান ভারনন কর্পোরেশন এর প্রেসিডেন্ট এবং প্রধান পরিচালনা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।

বাংলাদেশ সময়: ১৪০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৬
আরআই/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।