ঢাকা: রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলে শুরু হলো বছরব্যাপী মেলার আয়োজন ফেয়ার ফেস্ট, ২০১৬-২০১৭ বা মেলার মেলা।
বুধবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে স্বনামধন্য এবং জনপ্রিয় এ মলটিতে আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বসুন্ধরা গ্রুপ চেয়ারম্যানের ঊর্ধ্বতন উপদেষ্টা (কারিগরি) টিআইএম লতিফুল হোসেন।
আগামী এক বছর অভিজাত এ শপিং মলের লেভেল-১ এ নির্ধারিত ১২টি স্টলে ৫১টি বিষয়ে মেলার অয়োজন চলবে।
টিআইএম লতিফুল হোসেন বলেন, বসুন্ধরা সিটি শপিং মল একটি জনপ্রিয় মল। তাই এ মেলাটি আয়োজনের ক্ষেত্রে ক্রেতা-দর্শনার্থীদের কথাও ভাবতে হয়েছে। তাদের যেন কোনো অসুবিধা না হয়, সে বিষয়ে যথেষ্ট খেয়াল রাখা হয়েছে। একই সঙ্গে এই শপিং মলে যারা দোকান দিয়েছেন, তাদেরও অসুবিধার কথা মাথায় রেখে এই মেলাটির আয়োজন করা হয়েছে। আশা করি, বছরব্যাপী এ আয়োজনটি সকলের জন্য সুবিধাজনক হবে।
আয়োজন সম্পর্কে থার্ড আই সল্যুইশনের পরিচালক (পরিকল্পনা) নাসের মহসীন জানান, নানা ধরনের পণ্য ও সেবা পরিচিতি তুলে ধরাই ফেয়ার ফেস্টের মূল লক্ষ্য। একনাগাড়ে অনেকগুলো মেলার আয়োজন হবে বলেই আমরা এ আয়োজনের নাম দিয়েছি 'মেলার মেলা'।
উদ্বোধনী অনুষ্ঠানের পাশাপাশি মেলার প্রথম আয়োজনে বুধবার থেকেই শুরু হলো বিয়ে উৎসব। এ উৎসব চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত। ওয়েডিং স্টোরির আয়োজনে বিয়ের ব্যবস্থাপনা প্রতিষ্ঠানসহ পোশাক, খাবার, অলংকারের স্টল থাকছে মেলায়।
মেলার উদ্যোক্তারা জানান, বছরব্যাপী আয়োজিত ফেয়ার ফেস্টে বিভিন্ন মেয়াদে বেশ কিছু মেলার আয়োজন করা হবে। চলতি মাসের ১০ থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত রয়েছে পর্যটন উৎসব। ১৭ থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত হবে শিক্ষা মেলা। ৬ দিনের গেজেট উৎসব শুরু হবে ২৪ ফেব্রুয়ারি থেকে।
বছরব্যাপী এ আয়োজনের মিডিয়া পার্টনার হিসেবে আছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ফেসবুকেও মেলা সম্পর্কে বিস্তারিত জানা যাবে https://goo.gl/n0pcn3 ঠিকানায়।
বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৬
ইইউডি/আরআই