ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বসুন্ধরা শপিং মলে চলছে ‘বিয়ে উৎসব’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৬
বসুন্ধরা শপিং মলে চলছে ‘বিয়ে উৎসব’ ছবি : কাশেম হারুন- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: শপিং মলে বিয়ে উৎসব! সত্যি, আশ্চর্য হবার মতই বিষয়। একটু কৌতুহল জাগাও অস্বাভাবিক নয়।

কেমন হচ্ছে এ উৎসব, বর-কনের ভিড় হচ্ছে কি না ইত্যাদি প্রশ্নও মনে উঁকি দেওয়াই স্বাভাবিক। তাই বিষয়টি সম্পর্কে জানতে আপনাকে ঢুঁ মারতে হবে বসুন্ধরা সিটি শপিং মলের লেবেল-১ এ।

বুধবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে এখানেই শুরু হলো বিয়ে উৎসবের যাত্রা। চলবে আগামী ৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

এবার খুলে বলা যাক আসল ঘটনা। বিজ্ঞাপনী সংস্থা থার্ড আই সল্যুইশনের পরিচালনায় শপিং মলটিতে চলছে বছরব্যাপী ফেস্ট ফেয়ারের আয়োজন। যার অংশ হিসেবেই বুধবার শুরু হয়েছে ওয়েডিং ফেস্ট বা বিয়ে উৎসব। যা চলবে আগামী ৮ ফেব্রুয়ারি পর্যন্ত। এতে বিয়ের জন্য আনুষঙ্গিক বিভিন্ন আয়োজনের স্টল রাখা হয়েছে।

থার্ড আই সল্যুইশনের নির্বাহী পরিচালক খান ওয়ালিদ বাংলানিউজকে বলেন, মেলায় অংশ নেয়া ১২টি স্টল তাদের বিভিন্ন রকম সেবা নিয়ে এসেছে। এগুলোর মধ্যে আছে কোরিওগ্রাফি, ফটোগ্রাফি, ওয়েডিং ড্যান্স ডেকোরেটর, ব্রাইডাল ডেকোরেশন। এছাড়া অলংকার এবং খাবারের জন্য স্টলও আছে।

তিনি বলেন, এক কথায় বিয়ের একটি বিরাট অংশের আয়োজন এখানে রয়েছে। যা বিক্ষিপ্তভাবে বিভিন্ন কোম্পানির কাছ থেকে নিতে হয়। মেলায় একসঙ্গে সব ধরণের প্রতিষ্ঠান অংশ নেওয়ায় ক্রেতাদের জন্য ব্যাপক সুবিধা হবে।

ফেয়ার ফেস্টের উদ্যোক্তারা জানান, বছরব্যাপী আয়োজিত এই মেলায় বিভিন্ন মেয়াদে বেশ কিছু মেলার আয়োজন করা হবে। চলতি মাসের ১০ থেকে ১৫ ফেব্রুয়ারি রয়েছে পর্যটন উৎসব। ১৭ থেকে ২০ ফেব্রুয়ারি হবে শিক্ষা মেলা । ৬ দিনের গেজেট উৎসব শুরু হবে ২৪ ফেব্রুয়ারি। এরপর ব্যাংক ফেয়ারও হবে। এভাবেই বছরব্যাপী ধারাবাহিকভাবে চলবে নানা ধরণের মেলার আয়োজন।

এ আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বসুন্ধরা গ্রুপ চেয়ারম্যানের ঊর্ধ্বতন উপদেষ্টা (কারিগরি) টিআইএম লতিফুল হোসেন। এ সময় বসুন্ধরা গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

টিআইএম লতিফুল হোসেন বলেন, বসুন্ধরা সিটি শপিং মল একটি জনপ্রিয় মল। তাই এ মেলাটি আয়োজনের ক্ষেত্রে ক্রেতা-দর্শনার্থীদের কথাও ভাবতে হয়েছে। তাদের যেন কোনো অসুবিধা না হয়, সে বিষয়ে যথেষ্ট খেয়াল রাখা হয়েছে। একইসঙ্গে এই শপিং মলে যারা দোকান দিয়েছেন, তাদের অসুবিধার কথাও মাথায় রেখে এই মেলাটির আয়োজন করা হয়েছে। আশাকরি, বছরব্যাপী এ আয়োজনটি সকলের জন্য সুবিধাজনক হবে।

আয়োজন সম্পর্কে থার্ড আই সল্যুউশনের পরিচালক (পরিকল্পনা) নাসের মহসীন জানান, নানা ধরনের পণ্য ও সেবার পরিচিতি তুলে ধরাই ফেয়ার ফেস্টের মূল লক্ষ্য। একনাগাড়ে অনেকগুলো মেলার আয়োজন হবে বলেই আমরা এ আয়োজনের নাম দিয়েছি ফেয়ার ফেস্ট বা 'মেলার মেলা'।

বছরব্যাপী এ আয়োজনের মিডিয়া পার্টনার হিসেবে আছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ফেসবুকেও মেলা সম্পর্কে বিস্তারিত জানা যাবে https://goo.gl/n0pcn3 ঠিকানায়।

বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৬
ইইউডি/আরআই

** বসুন্ধরা সিটি শপিং মলে শুরু হলো 'মেলার মেলা'

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।