ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বাগেরহাটে কিং ব্রান্ড সিমেন্টের রাজমিস্ত্রি সম্মেলন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
বাগেরহাটে কিং ব্রান্ড সিমেন্টের রাজমিস্ত্রি সম্মেলন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাগেরহাট: স্বপ্ন নির্মাণে আমরা- স্লোগানে বাগেরহাটের মোল্লাহাটে বসুন্ধরা গ্রুপের কিং ব্র্যান্ড সিমেন্টের উদ্যোগে রাজমিস্ত্রি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি) দুপুরে বসুন্ধরা গ্রুপের প্রতিষ্ঠান মেঘনা সিমেন্ট মিলসের ‘কিং ব্র্যান্ড সিমেন্টে’র উদ্যোগে মোল্লাহাট উপজেলা সদরের মেসার্স আলিম ট্রেডার্সে এ সম্মেলনের আয়োজন করা হয়।



মোল্লাহাট খলিলুর রহমান ডিগ্রি কলেজের প্রভাষক আব্রাহাম আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেঘনা সিমেন্ট মিলস্ লিমিটেডের সহকারী জেনারেল ম্যানেজার (সাইড উয়ং) আবদুল লতিফ।

সম্মেলনে কিং ব্র্যান্ড সিমেন্টের গুণাগুন, সেটিং টাইম, সিমেন্ট বালু মেশানোর পর কার্যকারিতার সময় এবং বালু ও পানির বিশুদ্ধতাসহ নানা বিষয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে এ সিমেন্ট ব্যবহারে সাশ্রয়সহ নানা সুবিধাজনক দিক তুলে ধরেন আলোচকরা।

সম্মেলনে অনান্যের মধ্যে বক্তব্য রাখেন মেঘনা সিমেন্ট মিলস্ লিমিটেডের খুলনা বিভাগীয় সেলস ইনচার্জ খায়রুল বাশার, বাগেরহাটের এরিয়া ম্যানেজার রবিউল আউয়াল, টেরিটরি সেলস এক্সিকিউটিভ মবিউল সিকদার, বাগেরহাটের এএসইজি এম তাজুল ইসলাম, টেকনিকাল সাপোর্ট ইঞ্জিনিয়ার কাওসার হোসেন, মোল্লাহাট উপজেলা শিক্ষা প্রকৌশল বিগাগের ইঞ্জিনিয়ার সুকুমার বিশ্বাস, ‘কিং ব্র্যান্ড সিমেন্টে’র ডিলার মেসার্স আলিম ট্রেডার্সের স্বত্ত্বাধিকারী আলিম মোল্লা প্রমুখ।

সম্মেলনে বক্তারা বলেন, স্বপ্ন নির্মাণে সঠিক সিমেন্ট স্লোগান- নিয়ে কিং ব্র্যান্ড সিমেন্ট একটি ঐতিহ্যর নাম। কিং ব্র্যান্ড সিমেন্ট নামে নয়, গুণেই তার পরিচয়। তাই দীর্ঘ সময় ধরে দেশে এবং দেশের বাইরে এর সুনাম রয়েছে।

এতে জেলার মোল্লাহাট উপজেলার বিভিন্ন এলাকার অর্ধশতাধিব রাজমিস্ত্রিসহ কিং ব্র্যান্ড সিমেন্টের খুচরা বিক্রেতা, পরিবেশক রিটেইলারসহ সংশ্লিষ্টরা অংশ নেন।

এসময় রাজমিন্ত্রিরা বসুন্ধরা গ্রুপের সুপরিচিত পণ্য কিং ব্র্যান্ড সিমেন্টের ব্যাপক ব্যবহারে কর্তৃপক্ষকে সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন।

বাংলাদেশ সময়: ০০১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।